বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ PDF Download

১৫ ই মার্চ ২০২৫ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের অফিশিয়াল ওয়েবসাইটে http://admission.eis.bu.ac.bd
যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয় ইত মধ্যে সার্কুলার প্রকাশ করে ফেলেছে তাই তাদের ভর্তি পরীক্ষাও খুব তাড়াতাড়ি নিয়ে নিবে। তাই শিক্ষার্থীদের নিকট আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য দিয়ে দিয়েছে আমরা এই পোস্টে।
তাহলে আপনারা যদি বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত জানতে আমাদের এই আর্টিকেলটি পুরোপুরি পড়ুন। আশা করি আপনাদের অনেক উপকার হবে।
Table of Contents
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ PDF
আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতোমধে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিইয়াল ওয়েবসাইটে http://admission.eis.bu.ac.bd সেটা প্রকাশ পেয়েছে।
আমরা আমাদের ওয়েবসাইটে সার্কুলার টি পিডিএফ আকারে ও ছবি আকারে প্রকাশ করেছি। আপনারা চাইলে বিনামূল্যে সার্কুলার টি ডাউনলোড করে নিতে পারেন। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন করতে পারবে।
আরো সব ধরনের তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেগুলো আপনারা আর্টিকেল টি পড়লে পর্যায়ক্রমে জানতে পারবেন।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
প্রাথমিক আবেদনের শুরুর তারিখঃ ২৫ মার্চ ২০২৫ (১০.৩০ AM)
প্রাথমিক আবেদনের শেষ তারিখঃ ৩০ মার্চ ২০২৫ (১১.৫৯ PM)
চুড়ান্ত আবেদন শুরুর তারিখঃ ০৫ এপ্রিল ২০২৫
চুড়ান্ত আবেদন শেষের তারিখঃ ২০ এপ্রিল ২০২৫
ফী প্রদানের শেষ তারিখ: ০৩ মে ২০২৫ (১১.৫৯ PM)
ভর্তি কার্ড বিতরণ শুরু: ২৪ মে ২০২৫ (১২:০০ PM) – ০২ জুন ২০২৫ (সন্ধ্যা ৬:০০ PM)
ভর্তি পরীক্ষা শুরুর তারিখঃ ১৬-০৬-২০২৫
ভর্তি পরীক্ষা শেষ তারিখঃ ২৫-০৬-২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কত
নিজস্ব ইউনিটের জন্য সকল সার্ভিস চার্জসহ ৬০০/- (ছয়শত) টাকা মাত্র
শাখা পরিবর্তনের জন্য সকল সার্ভিস চার্জসহ ১,১০০/-(এক হাজার একশত) টাকা
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪-২০২৫
“ক” ইউনিট (বিজ্ঞান অনুষদ): বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি-৩.০০ এসএসসি-৩.০০ মোট-৭.০০ পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)
“খ” ইউনিট (কলা, সামাজিক বিজ্ঞান অনুষদ): মানবিক বিভাগ হত এইচএসসি-৩.০০ এসএসসি-৩.০০ মোট-৬.০০ পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)
“গ” ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): বানিজ্য বিভাগ হতে এইচএসসি ৩.০০ এসএসসি ৩.০০ মোট-৬.৫০ পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
“ক” ইউনিট (বিজ্ঞান অনুষদ): বাংলা ১০, ইংরেজি ১০, , পদার্থ ২০ , রসায়ন ২০, ( জীববিজ্ঞান ২০, গণিত ২০, আইসিটি ২০) যেকোন দুটি বিষয় থেকে উত্তর করতে হবে। মোট নম্বর ১২০ সময় ৬০ মিনিট।
“খ” ইউনিট (কলা, সামাজিক বিজ্ঞান অনুষদ): আবশ্যিক- বাংলা ২০, ইংরেজি অপশোনাল- ২০ ইতিহাস ও ইসলামের ইতিহাস ২০ , পৌরনীতি ও সুশাসন ২০ , ভূগোল ২০, যুক্তিবিদ্যা ২০, সমাজকর্ম ও সমাজবিজ্ঞান ২০ , অর্থনীতি ২০ (এর মধ্যে যেকোন ৩টির উত্তর দিতে হবে)।মোট নম্বর ১২০ সময় ৬০ মিনিট।
“গ” ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): আবশ্যিক- বাংলা ২০ , ইংরেজি ২০, হিসাব বিজ্ঞান ২০ , ব্যাবসায় নীতি ও প্রয়োগ অপশোনাল ২০ – ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ২০ , উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২০ (এর মধ্যে যেকোন ১টির উত্তর দিতে হবে)। মোট নম্বর ১২০ সময় ৬০ মিনিট
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫ Download
আপনারা জানেন গত ১৫ মার্চ ২০২৫ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক ভর্তি সার্কুলার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে http://admission.eis.bu.ac.bd প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার পিডিএফ আকারে এবং ছবি আকারে প্রকাশ করেছি।
তাছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোন প্রকার কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটের কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা আছি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।
বরিশাল বিশ্ববিদ্যালয় আবেদন করার নিয়ম
প্রথমে আপনাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদনকারীকে তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতেহবে
তারপর আপনাকে ইউনিট ভিত্তিক সাবজেক্ট পছন্দ করতে হবে।
সব পরীক্ষার সাময়ীক সনদ পত্র এর ফটোকপি আপল্পড করতে হবে।
এছাড়া টেলিটক এসএমএস এর মাধ্যমেও আবেদন করতে পারবেন। নিচে সে নিয়মাবলি উল্ল্যেখ করে হইল।
টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ option এ গিয়ে BU লিখে HSC শিক্ষা বোর্ডের নামের Keyword স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর দিয়ে HSC পরীক্ষার সাল স্পেস দিয়ে SSC শিক্ষা বোর্ডের নামের Keyword স্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে SSC পরীক্ষার সাল স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের Keyword লিখে স্পেস দিয়ে কোটা থাকলে কোটার Keyword দিয়ে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
যেমনঃ BU <space> FIRST THREE LETTERS OF HSC BOARD NAME <space> HSC ROLL <space> HSC YEAR <space> FIRST THREE LETTERS OF SSC BOARD NAME <space> SSC ROLL <space> SSC YEAR <space> UNIT NAME send 16222
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত হবে। আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে http://admission.eis.bu.ac.bd ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট জানতে পারবেন।
রেজাল্ট প্রকাশিত হউয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে সেটা প্রকাশ করব। আপনারা চাইলে বিনামূল্যে সেই ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন ক ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট। এসএমএসে ফলাফল পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন BU Unit ˂roll no˃ এরপর 16222 নম্বরে পাঠিয়ে দিন ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।