বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা (দেনমোহর কিভাবে দিতে হয়)

বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা (দেনমোহর কিভাবে দিতে হয়)

 মুসলিম আইনে ব্যবহার ক্ষেত্রে সর্বনিম্ন দেনমোহর ধার্য করা হয়। কারণ এটি স্ত্রীর হক। তাই আপনার অনেক সময় জানতে চান। বাংলাদেশের সর্বনিম্ন দেনমোহর কত টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনারা যারা বিয়ে করবেন বলে ভাবছেন। আমাদের ওয়েবসাইট করে জেনে নিতে পারেন যে, সর্বনিম্ন কত টাকা দেনমোহর দেওয়া যায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের আর্টিকেল এবং জেনে নেই সর্বনিম্ন দেন ভর কত টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামী শরীয়া মোতাবেক অনুযায়ী কত টাকা দেনমোহর ধার্য করা যায়।

বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা

এমনে বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দশ দিরহাম। যার বর্তমান পরিমাণ হল ৩০০ গ্রাম ৬১৮ মিলিগ্রাম রূপা বা এর সমমূল্য খাদ্য। বর্তমান প্রচলিত গ্রাম পদ্ধতি অনুপাতে এক কিলো ৫৩০ গ্রাম ৯০০ মিলিগ্রাম এর সমপরিমাণ।

স্মর্তব্য যে, বর্তমানে ১২ গ্রামে তোলা প্রচলিত নয়। বরং১০ গ্রামে তোলা হিসেবে স্বর্ণ রোপা ক্রয় বিক্রয় প্রচলিত।সেই হিসেবে মহরে ফাতেমী বর্তমানে ১৫৪ তোলা রূপা বা এর সমমূল্য।জনাবঃএখন আপনিই আপনার সম্পদের হিসাব করে সামর্থ্যঅনুযায়ি দেনমোহড় নির্ধারন করে নিতে পারেন।

তবে ইসলামে মহরের পরিমাণ সুনির্দিষ্ট ভাবে বেধে দেয়া হয়নি মোহর সাধারণত বরগুনের সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। তা যে কোন পরিমাণ অর্থ নির্ধারণ করা যায়। তবে বরের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা ভালো।

দেনমোহর কেন দেওয়া হয়

দেনমোহর হচ্ছে বউয়ের অর্থাৎ নারীর অধিকার। যা স্ত্রীকে অবশ্যই প্রদান করতে হবে। আল এ প্রসঙ্গে আল্লাহপাক বলেছেন। তোমরা খুশি মনে স্ত্রীকে মোহর পরিষদ কর।

তাই মন সব অধিকারের মতো স্বামীর কাছে দেনমোহর দাবি করার স্ত্রীর অধিকার রয়েছে। তবে দেনমোহরের নির্দিষ্ট কোন সীমা নেই। এ প্রসঙ্গে আল্লাহপাক বলেছেন। আর তোমরা স্ত্রীদের খুশি মনে দেনমোহর দিয়ে দাও।

বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা

তারা যদি খুশি হয় তা অংশ ছেড়ে দেয়। তবে তা তোমরা স্বাচ্ছন্দে ভোগ কর। দেনমোহর কম হওয়া বাঞ্ছনীয়। তবে স্বেচ্ছায় বেশি হওয়া নিন্দনীয় নয়। আশা করি এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে কাঙ্খিত প্রশ্নের জবাব দিয়েছি।

দেনমোহর আর কাবিন কি এক

আপনারা যারা বিয়ে করবেন বলে ভাবছেন। অনেক সময় ইন্টারনেটে এসে দেনমোহর এবং কাবিন নামের পার্থক্য সম্পর্কে জানতে চান। প্রতিটি বিবাহের পূর্বে কাবিননামা সম্পাদন করা প্রত্যেক কন্যার পিতার বা ওলির জন্য অত্যন্ত কার্যকর।

সরকারের আইন বটে বিভাগের পূর্বে বিবাহ নিবন্ধনের বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয়ে থাকে। তাহলে কি মোহর কাবিন বলা হয়। এছাড়া আপনারা যারা দেনমোহর এবং কাবিন অর্থ জানেন না।

আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন। মীর পরিবার থেকে অর্থাৎ স্বামী নিজেই অথবা তার পিতা বিয়ের সময় নারীকে যে নির্দিষ্ট পরিমাণ গহনা অথবা নবদ অর্থ অথবা স্থাবর সম্পত্তি প্রদান করে। সেটাকে আমরা দেনমোহর বলে মনে করি। আশা করি আমি আপনাদের কাছে কাঙ্খের প্রশ্নের জবাব দিতে পেরেছি আর যদি কোন তথ্য পেতে চান নিতে পারেন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।
Bangla Master