ই পর্চা সুবিধা, অনুসন্ধান, আবেদন (ই পর্চা বের করার নিয়ম)

ই পর্চা সুবিধা, অনুসন্ধান, আবেদন (ই পর্চা বের করার নিয়ম)

আমাদের দেশে অনেক মানুষ তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনেক হয়রানিতে পড়ে থাকে। এছাড়াও অনেক সময় অনেকেই অনেক প্রতারণার শিকার হয়ে থাকে। তাই বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় ই পর্চা নামক একটি ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছে।

যার মাধ্যমে অনলাইনে কিছু ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানা যাবে। তাই আমরা আজকে আমাদের এই পোস্টে আলোচনা করব ই পর্চা নিয়ে।

এছাড়াও আমরা এই পোস্টটিতে আলোচনা করব ই পর্চা কিভাবে লগইন করতে হয় এ বিষয়টি নিয়ে। আপনারা যারা ই পর্চা বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী তারা আমাদের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন।

ই পর্চার কতগুলো সুযোগ সুবিধা রয়েছে। আগে আমাদের দেশে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান করার জন্য বা দেখার জন্য ভূমি অফিসে অনেক যাওয়া আসা করতে হতো। যার জন্য অনেকেই হয়রানির অনেক শিকার হতেন।

কিন্তু এখন আর ভূমি অফিসে গিয়ে জমি সংক্রান্ত কোনো কিছু যাচাই করতে হয় না। এখন ই পর্চার মাধ্যমে খুব সহজেই জমির বিভিন্ন ধরনের তথ্য বের করা যায়। এতে কোন টাকা পয়সার প্রয়োজন হয় না।

যেমন, আপনারা খুব সহজে জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার দিয়ে খুব সহজে জমির মালিকানা যাচাই করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে জমির মালিকের নাম কিংবা মালিকের পিতার নাম

ব্যবহার করেও মালিকের আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিএস খতিয়ান ও এস এ খতিয়ান এসব খতিয়ান গুলো বের করতে পারবেন। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ই পর্চার একটি ওয়েবসাইট রয়েছে।

আর এই ওয়েবসাইটটি হচ্ছে www.eporcha. gov.bd। এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য কম্পিউটারের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোন

প্রকার মধ্যস্থতা বা দালাল ছাড়াই বের করতে পারবেন। আপনারা যারা জমির খতিয়ান যাচাই করতে চান তারা এই ওয়েবসাইটিতে প্রথমে প্রবেশ করুন। এ পর্যায়ে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নেভিগেশন

মেনু থেকে নাগরিক কর্নার বাটন ক্লিক করে একটি ফরম আসবে সেই পরমে আপনার বিভাগ, জেলা, আপনি কোন খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন সেই খতিয়ান, উপজেলা, আপনার খতিয়ান নাম্বার এবং ক্যাপচা নাম্বার লিখে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনারা জমির মালিকের নাম বা জমি মালিকের পিতার নাম লিখে সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের খতিয়ান যাচাই করতে পারবেন। আপনারা যদি সে খতিয়ানের অনলাইন কপি

ই পর্চা সুবিধা, অনুসন্ধান, আবেদন

কিংবা সার্টিফাইড কপি নিতে চান তাহলে আপনারা আবেদন বাটনে ক্লিক করে সে কপি নিতে পারবেন। ই পর্চা এর মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা  পেতে হলে প্রথমে আপনাকে এই পর্চা সাইটে প্রবেশ করে লগইন করতে হবে।

অনেকে জানেন না কিভাবে লগইন করতে হয়। তাই আমরা এই পোস্টটিতে এ বিষয়ে আলোচনা করেছি। আপনাদেরকে ই পর্চা লগইন করতে হলে প্রথমে www.eporcha. gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিতে হবে  তাহলে আপনার ই পর্জা লগইন করা হয়ে যাবে  এরপর সেখান থেকে আপনারা খুব সহজে আপনার জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের খতিয়ান দেখতে পারবেন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।