মাথা ঘুরানোর কারণ কি এবং ঔষধের নাম কি
হঠাৎ মাথা ঘুরে উঠলে কি ধরনের সমস্যা হতে পারে। সে সম্পর্কে জানতে আপনার অনেক সময় ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। হঠাৎ মাথা। কারণে কেউ পড়ে যেতে পারে। দুর্ঘটনা করতে পারে। একে অবহেলা করা যাবে না। অনেক কারণেই মাথা ঘুরতে পারে।
তবে কানের ভিতর ভেস্টিবুলোককলিয়ার নামক স্নায়ুতে সমস্যার কারণে বেশি মাথা ঘোরে। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া,
অন্তঃকরণের রক্তনালীর অস্বাভাবিক, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা, অনেক উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্লাটফর্মের দিকে তাকালে মাথা ঘুরে উচ্চ রক্তচাপ মাথার পিছনে ঘুরে ঘাড়ে রক্তনালীতে বাধা
বা রক্ত সরবরাহের ত্রুটি মস্তিষ্কের নিচের দিকে টিউমার, মাল্টিপল রোগ, ভাইরাস জনিত রোগের কারণে মাথা করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেই। আচমকা মাথা ঘুরে উঠলে একটা পদ্ধতি অবলম্বন করে যেতে পারে।
কোন কিছু আঁকড়ে ধরে বসে পড়া ভালো যাদের বিনাইন পজিশনাল ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ ঘাড় বা মাথার অবস্থান পরিবর্তন করলে তাদের মাথা ঘোরা শুরু হয়। এজন্য রাতে পাশে ফিরে না চিত হয়ে শুয়ে উঁচু বালিশে মাথা দিয়ে শোবেন।
হঠাৎ করে মাথা বা ঘাড়ে উঁচুতে টানটান করবে না। মাথা ঝাকাবেন না। যে কাজ করার সময় মাথা ঘুরে উঠেছে। তা করা থেকে বিরত থাকুন। চিত হয়ে শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন সহজ ভাবে শ্বাস-প্রশ্বাস নিন।
এসব কারণে মাথায় ঘুরতে পারে। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে মাথা ঘুরানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে জীবন যাপনের মধ্যেই আমাদের হঠাৎ মাথা ঘোরানো সমস্যা দেখা যায়।
এতে শরীরের ভারসাম্য ঠিক থাকে না। চোখে ঝাপসা দেখা যায় সঙ্গে বমি বমি ভাব হতে পারে। আমাদের শরীরের ভারসাম্য কিছু অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমরা অনেকেই জানি না, এ অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে প্রধান হল আমাদের অন্তঃকর্ণ।
কানের দুটো কাজ- একটা হল শ্রবণ, যেটা ককলিয়া দিয়ে নিয়ন্ত্রিত হয়। আরেকটা হল শরীরের ভারসাম্য রক্ষা করা যেটা ভেসটিবুলার অরগান দিয়ে নিয়ন্ত্রিত। মাথা ঘোরানো সমস্যার কারণ গুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়
যদি এটা মস্তিষ্কের কারণে হয়ে থাকে। তাহলে মাথা ঘোরানোর সঙ্গে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গের দুর্বলতা বা প্যারালাইসিস মস্তিষ্কের ব্যথা চেতনা শক্তি ঠিকমত কাজ না করা বা অসচেতনতা বুদ্ধিমত্তা বা শ্রবণ শক্তি ঠিকমতো কাজ না করা।
এসব সমস্যা জড়িত থাকে। আমাদের অন্তঃকর্ণের ভেস্টিবিউল ও সেমি সার্কুলার ক্যানাল, আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করার প্রধান অঙ্গ। বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের অনেক সমস্যা থেকে কানের ভেতরে ভারসাম্য রক্ষার পদ্ধতিতে সমস্যা হতে পারে,
যার ফলে মাথা ঘুরাতে পারে। কানের সমস্যা থেকে মাথা করতে পারে। কানের ভিতরে ময়লা জমে গেলে বহি কর্নের ইনফেকশন, কানের পর্দা না থাকা, ঘন ঘন কান পাকা, ঘন ঘন বেশি মাথায় সর্দি কাশি হয়ে
টিউবের কার্যক্ষমতা নষ্ট হয়ে মাথা ঘোরানো হতে পারে। অন্তঃকর্ণের কিছু সমস্যার জন্য মাথা ঘুরাতে পারে, তার মধ্যে প্রধান হল অন্তঃকর্ণের ভেতরে ভাইরাল ইনফেকশন।