পুলিশের নায়েকের বেতন কত ২০২৫ এবং কাজ কি (এখানে দেখুন)

পুলিশের নায়েকের বেতন কত ২০২৫ এবং কাজ কি (এখানে দেখুন)

বাংলাদেশ পুলিশের সর্বনিম্ন পদ হচ্ছে কন্সটেবল। কন্সটেবল পদের পদোন্নতীর পরই নায়েক। যারা কন্সটেবল পদে চাকরি করছেন, তারাই কয়েক বছর চাকরি করার পর নায়েক পদে পদোন্নতী পাবেন। আজকে আমরা এই পোস্টে আলোচনা করব নায়েক পদের বেতন কত

সেই বিষয়ে। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুণ। তাছাড়া এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে আপনি জানতে পারবেন কিভাবে নায়েক পদে আপনারা চাকরি করতে পারবেন।

পুলিশের প্রধান কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা করা। দেশের আইন শৃঙ্খলা রক্ষার  পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ বিভিন্ন প্রয়োজনে পুলিশ মানুষের সহায়তায় এগিয়ে আসে।

আপনি যদি বাংলাদেশ পুলিশে চাকরি করতে চান এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি বা সমমানের হয়ে থাকে, তাহলে আপনি বাংলাদেশ পুলিশের কন্সটেবল পদে চাকরি করতে পারবেন।

প্রতিবছরই বাংলাদেশ পুলিশে কন্সটেবল পদে জনবল নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করা হয়। আপনি এসএসসি সমমানের পাশ করে থাকলে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে।

সেই সাথে শারিরীক বুকের মাপ সর্বনিম্ন 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি হতে হবে। সেই সাথে আরো বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশ পুলিশে নায়েক পদের গ্রেড হচ্ছে 15 গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 15 গ্রেডের চাকরির বেতন

হচ্ছে 9700 টাকা থেকে সর্বশেষ 23490 টাকা। অর্থাৎ আপনি নায়েক পদে উন্নীত হওয়া মাত্রই  মূল বেতন 9700 টাকা পাবেন। সেই সাথে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা সহ আরো বিভিন্ন ভাতা যুক্ত হয়ে আপনি

মোট বেতন সর্বনিম্ন 16000 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত বেতন পাবেন। সেই সাথে চাকরির সময় বৃদ্ধির সাথে সাথে আপনি ইনক্রিমেন্ট পাবেন এবং প্রতিবছরই বেতন বৃদ্ধি পেতে থাকবে।

এই বেতন স্কেলটি 15 গ্রেডের সকল কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে পুলিশের চাকরিরত ব্যক্তিদের জন্য আলাদা একটি সুবিধা রয়েছে। সেটি হচ্ছে তারা প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে রেশন পাবেন।

অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে প্রতিমাসে চাল, ডাল, তেল ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে পেয়ে থাকেন। পুলিশে যারা চাকরি করেন, তারা মূলত জনগনের সেবাই নিয়োজিত থাকেন।

অনেকেই আছেন যারা জনগনের সেবাই নিজেদের নিয়োজিত করতে চাই, তারা চাইলে বিমান,  নৌ ও সেনাবাহিনী তে অথবা পুলিশে যোগদান করে সরাসরিভাবে জনগনের সেবাই নিয়োজিত হতে পারবেন।

পুলিশের নায়েকের বেতন কত

তাছাড়া আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনি পুুলিশের সাব ইন্সপেক্টর পদেও যোগদান করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন স্কেল অনেক বেড়ে যাবে। কেননা সাব ইন্সপেক্টর পদের গ্রেড হচ্ছে 10 গ্রেড।

সাব ইন্সপেক্টর পদে বেতন স্কেল সম্পর্কে জানতে চাইলে আামাদের  ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন। সেখানে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির বেতন সম্পর্কে

এবং চাকরির নিয়োগ বিজ্ঞপি্ত সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন। এই সকল বিষয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট তথ্য প্রকাশ করে থাকি।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।
Bangla Master