মহিলাদের আসরের নামাজের নিয়ম এবং সঠিক পদ্ধতি দেখতে ক্লিক করুন
প্রত্যেকটি মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরয ইবাদত করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মুসলিম নিজের মাঝে অনেক পরিবর্তন আনতে পারে।একজন মুসলমান যত খারাপ কর্ম করুক না কেন সে যদি নিয়মিত নামায আদায় করে
তবে একসময় তার মাঝে পরিবর্তন আসতে দেখা যায়। প্রত্যেক নামাযের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। নারী এবং পুরুষের নামাজের নিয়ম কানুনে বেশ পার্থক্য রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই মহিলাদের আসরের নামাজের নিয়ম জানেন না।
এছাড়া অনেকে আসরের নামাজের পর যে আমলগুলো করতে হয় তা জানে না। আজকের পোষ্টে এসকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাতে করে আপনারা জানতে সক্ষম হন। সুতরাং পোস্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত ও মনোযোগ দিয়ে পড়লে।
আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন এবং অন্যদের জানাতে সক্ষম হবেন। মহিলা এবং পুরুষের নামাজে কিছুটা পার্থক্য রয়েছে। আজকের পোষ্টে মহিলাদের আসরের নামাজের নিয়ম আলোচনা করা হয়েছে।
প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। এরপর নিয়ত পড়তে হবে। নিয়ত পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে বুক বরাবর হাত রেখে ছানা পাঠ করতে হবে। এরপর সূরা ফাতিহা
এবং অন্য যে কোন একটি সূরা মিলিয়ে পড়তে হবে। অতঃপর হাটু বরাবর হাত রেখে সুবহানা রাব্বিয়াল আজিম বিজোড় সংখ্যক বার বলতে হবে। সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সেজদায় যেতে হবে।
সিজদায় যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা বেজোড় সংখ্যার বলতে হবে। এরপর আল্লাহু আকবার বলে পুনরায় সেজদা দিতে হবে। এভাবে প্রত্যেকটি রাকাত আদায় করতে হবে। তবে দ্বিতীয় রাকাতে সিজদার পর তাশাহুদ পাঠ করতে হবে।
চতুর্থ রাকাতে তাশাহুদ, দুরুদে ইব্রাহীম এবং দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাতে হবে। সব শেষে মোনাজাত ধরতে হবে। এভাবে নামাজ আদায় করতে হবে। প্রত্যেক নামাযের পরে নির্দিষ্ট আমল রয়েছে।
এই আমলগুলো করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহর নৈকট্য লাভের উপায় হলো পাঁচ ওয়াক্ত নামাজ এবং বেশি বেশি আমল করা। আসরের নামাজের পর কিছু আমল রয়েছে। অনেকেই এই আমল গুলো সম্পর্কে জানেনা।
তাই আজকের পোষ্টে আসরের নামাজের পর যে আমলগুলো রয়েছে তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আসরের নামাজের পর সূরা নাবা পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়।
যে ব্যক্তি আসরের নামাজের পর প্রতিদিন সূরা নাবা পাঠ করবে আল্লাহতালা তাকে কেয়ামতের দিন ঠান্ডা পানি দ্বারা তৃপ্তি প্রদান করবেন। এছাড়াও আসরের নামাজের পর অনেক তাসবিহ রয়েছে। এই তাসবিহ গুলো পাঠ করলে আল্লাহ খুশি হন।
আশা করি আপনারা আজকের পোস্ট এর মাধ্যমে আসরের নামাজের পর আমল সম্পর্কে জানতে পেরেছেন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মুসলমানদেরকে। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত হিসেবে নির্ধারণ করা হয়েছে।
পাঁচ ওয়াক্ত নামাজ গুলো হল ফজর, যোহর, আসর মাগরিব ও এশা। এরমধ্যে আসরের নামাজ তৃতীয়তম নামাজ। আসরের নামাজের সময় শুরু হয় জোহরের পর থেকে এবং তা সূর্যাস্তের আগ পর্যন্ত বিদ্যমান থাকে। আপনাদের মধ্যে অনেকেই জানেনা আসরের নামাজ মোট কত রাকাত।
আসরের নামাজ মোট 8 রাকাত। এর মধ্যে চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ। তবে অনেকে শুধু মাত্র চার রাকাত ফরজ আদায় করে থাকে। আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনারা আসরের নামাজ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।