আসরের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ [জানতে এখানে ক্লিক করুন]
নামাজ হল বেহেস্তের চাবি। নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। মৃত্যুর পর প্রত্যেকের নামাজের হিসাব আগে নেওয়া হবে। যে নামাজের হিসাব দিতে পারবে না তার অন্যান্য হিসাব এর মূল্য থাকবে না।
নামাজ পড়ার মাধ্যমে মনে এক অন্য রকম শান্তি পাওয়া যায়। নামাজ পড়ার মাধ্যমে একজন মানুষের মধ্যে বিপুল পরিবর্তন আসে। একজন মানুষ যত অন্যায় কাজই করুক না কেন তার নামায পড়া উচিত।
আপনাদের মধ্যে অনেকেই আসরের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ, আসরের চার রাকাত ফরজের নিয়ম, আসরের নামাজের নিয়ত সম্পর্কে জানেনা।আজকের পোষ্টে এসকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
সুতরাং আপনারা পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। প্রতিটি নামাজের নির্দিষ্ট সময় সূচি থাকে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের আদায় করতে হয়। তবে প্রতিটি নামাজের নির্ধারিত ওয়াক্ত রয়েছে।
সেই ওয়াক্তের পরে নামায আদায় করলে তা কাজা নামাজ বলে গণ্য হয়। আপনাদের মধ্যে অনেকেই আসরের নামাজের ওয়াক্ত সম্পর্কে জানেন না। আসরের নামাজের ওয়াক্ত শুরু হয় জোহরের নামাজের পর থেকে।
তবে আসরের নামাজের ওয়াক্ত সূর্যের রং হলুদ হওয়ার আগ পর্যন্ত থাকে। এর আগে নামাজ আদায় করা উত্তম। কারণ সূর্যাস্তের সময় নামাজ আদায় করা নিষিদ্ধ। আপনাদের মধ্যে অনেকে আসরের নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতেন না।
আশা করি আজকের পোস্টটি পড়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। প্রতিটি নামাজের জন্য আলাদা আলাদা নিয়ত রয়েছে। নিয়ত ছাড়া নামাজ কবুল হয় না। বাংলা অথবা আরবি যেভাবেই নিয়ত করা হোক না কেনো আল্লাহতালা তা বুঝতে পারেন।
আপনাদের মধ্যে অনেকেই আসরের নামাজের নিয়ত জানেন না। নিচে আসরের নামাজের বাংলা এবং আরবি উচ্চারণ সহ নিয়ত দেওয়া হয়েছে। আসরের চার রাকাত ফরজের নিয়ত আরবি উচ্চারণঃ
নাওয়াইতুয়ান উসা লিল্লাহি তা’আলা আরবাআ রাক’আতাই সালাতিল আসরে ফারজিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
আসরের চার রাকাত ফরজের নিয়ত বাংলা উচ্চারণঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য দাড়ালাম আল্লাহু আকবার। আশাকরি আপনাদের মধ্যে আসরের নামাজের নিয়ত
নিয়ে আর কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আসরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম উজু করে নিতে হবে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে।
এটি পড়া শেষ হলে চার রাকাত ফরজের নিয়ত করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে বুকে হাত দিয়ে সানা পাঠ করতে হবে। এটি শেষ হলে সূরা ফাতিহা এবং সেই সাথে অন্য যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হবে।
এরপর সুবহানা রব্বিয়াল আযীম বেজোড় সংখ্যকবার বলতে হবে। এরপর সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সেজদা দিতে হবে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বেজোড় সংখ্যকবার বলতে হবে।
অতঃপর দ্বিতীয় রাকাত শুরু করতে হবে। এভাবে প্রতিটি রাকাত আদায় করতে হবে। তবে চতুর্থ রাকাতে সিজদার পর তাশাহুদ, দুরুদে ইব্রাহিম এবং দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে।
সবশেষে মোনাজাত ধরতে হবে। এভাবে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আশা করি আপনারা খুব সহজেই নামাজ আদায় করতে পারবেন।