মিনি ওয়াটার পাম্প এর দাম ২০২৪
বাড়ির কাজের হোক যে কোনো কাজের জন্য আমাদের বিভিন্ন সময় ওয়াটার পাম্প কেনার প্রয়োজন হতে পারে। পাঁচ তলা থেকে ছয় তলা পানি উঠানোর জন্য আমাদের অবশ্যই একটি টেকসই এবং ভালো ব্র্যান্ডের ওয়াটার পাম্প কেনা উচিত।
আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব। একটি ভালো ওয়াটার পাম্প আপনাকে সবসময় দিতে পারে ভালো পানির নিশ্চয়তা। তাই আর্টিকোলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে
নিলে আশা করি বিভিন্ন ওয়াটার পাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। বর্তমান সময়ে ৬০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে মিনি ওয়াটার পাম্প গুলো কিনতে পাওয়া যায়। এছাড়াও ছোট সাইজের একুরিয়ামের সাথে ব্যবহারের
যোগ্য মাইক্রো ওয়াটার পাম্প গুলো ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। আর স্ট্যান্ডার্ড ওয়াটার পাম্প গুলো চার হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, চলুন আরএফএল এর সহ বিভিন্ন ব্র্যান্ডের
ওয়াটার পাম্প গুলোর দাম কত। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন মডেলের rfl ব্র্যান্ডের ওয়াটার পাম্প রয়েছে। এই পাম্পের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। আরএফএল এর মোটরের দাম ছিল 5000 টাকা।
এখন প্রতি মোটরের দাম ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। তিন থেকে চার হাজার টাকায়। এ কোম্পানির সাধারণ মানের মটর পাম্প পাওয়া যেত। বর্তমানে একটি মোটরের দাম ৭০০০ টাকা ৬ হাজার ৫০০ টাকার মধ্যে।
অসাধারণ মালের একটি মোটর কিনতে পারবেন। এছাড়া আপনারা যদি মাটির নিচে ব্যবহার করতে চান। তাহলে সাবমারসিবল পাম্প ব্যবহার করতে পারবেন। ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো সাবমারসিবল পাম্প কিনতে পাওয়া যায়।
সাবমারসিবল ওয়াটার পাম্প সম্পর্কে জানতে চান। তাহলে আজকের আর্টিকেল আপনাদের আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের আরএফএল গাজী সহ বেশ কিছু নামিদামি ডে ওয়াটার পাম্প বাজারে এভেলেবেল।
আরএফএল ১ ঘোড়া পাম্প খুব কম দামের মধ্যে কিনতে পারবেন। আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম ৬,২৯৮ টাকা। উন্নতমানের ১ ঘোড়া মটরের দাম ৭ থেকে ৮ হাজার টাকা। অন্য যেকোনো ব্রান্ডের ১ ঘোড়া মোটর
৬০০০ থেকে ৬৫০০ হাজারের মধ্যে কিনতে পারবেন। এই মোটর গুলোতে ২ বছরের ওয়ারেন্টটি দেওয়া আছে। আশা করি এই ওয়াটার পাম্প গুলো আপনারা কিনে ঠকবেন না।
আপনারা কি আরএসএস আপনার পাম্পগুলো সম্পর্কে জানতে চান এবং এগুলোর দাম এবং টেকসই কেমন হবে সে সম্পর্কে জানতে চান। বিভিন্ন ব্রান্ডের হাফ ঘোড়া মোটর রয়েছে। এই হাফ ঘোড়া মোটর দিয়ে খুব
কম পরিমাণ পানি উত্তোলন করা সম্ভব। হাফ ঘোড়া মটরের দাম ৩০০০ টাকা। এই মোটর টি ২২০০ টাকার মধ্যেও পাওয়া যায়। ২৫০০ থেকে ২৭০০ টাকার মধ্যেও হাফ ঘোড়া মোটর বিক্রি করা হয়।
কোনো কোনো কোম্পানি ৩২০০ টাকায় এই মোটর টি বিক্রি করছে। খুব কম সময়ের জন্য ব্যবহার করার জন্য হাফ ঘোড়া সুবিধাজনক। অন্যথায় এই মোটর টি ব্যবহার করতে অনেক সমস্যার সম্মুখীন হবেন।