এশার নামাজের সময় (চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কুমিল্লা, রাজশাহী) আজকের এশার নামাজের সময় শুরু ও শেষ

ইসলামের 5 টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে নামাজ একটি। তাই নামাজ মুসলমানের জন্য ফরজ ইবাদত। মানুষের দেহে প্রাণ থাকা পর্যন্ত নামাজ ফরজ। তাই আমাদের কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবেনা। প্রতিটি মুসলমানের জন্য
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছেঃ ফরজ, যোহর, আসর, মাগরিব এবং এশা। এই নামাজ গুলো আমাদেরকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে। বিশেষ কোনো ওজর ছাড়া
নামাজ মিস দিলে বা না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। সেই সাথে বিশেষ ওজর থাকলেও পরবর্তীতে আমাদের মিস দেওয়া নামাজটি কাজা নামাজ হিসেবে আদায় করতে হবে। আজকে আমরা এই পোস্টে আলোচনা করব এশার নামাজের সময় নিয়ে।
এশার নামাজের সঠিক সময় সম্পর্কে জানতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের ৫ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ২ ওয়াক্ত দিনে, ১ ওয়াক্ত গোধূলি তে, ১ ওয়াক্ত ভোরে এবং ১ ওয়াক্ত রাতে আদায় করতে হয়।
এশার নামাজটিই আমাদের রাতে আদায় করতে হয়। তবে এর জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। 1 এপ্রিল, 2023 তারিখে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে রাত 7 টা 33 মিনিটে। আপনারা উক্ত সময় থেকে এশার নামাজ আদায় করতে পারবেন।
রাতে খুব তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলতে হবে। এশার নামাজের ক্ষেত্রে রাতে নামাজ আদায় করে ঘুমানোর জন্য শুতে যাওয়া উত্তম। বিভিন্ন নামাজ এর সঠিক সময় সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন।
নামাজ হচ্ছে আল্লাহকে খুশি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাছাড়া আমাদের সকলের দোআ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহর কাছে দোআ করার পূর্বে আমাদের নামাজ পড়া উচিৎ।
বাংলাদেশের চাদঁ দেখা, রমজান কবে শুরু হবে সেই বিষয়ে ধারণা দেওয়া থেকে শুরু করে সকল ইসলামিক ফতোয়া দিয়ে থাকে ইসলামিক ফাউন্ডেশন। প্রত্যেক নামাজের সময়সূচি কখন শুরু হবে সেই বিষয়ে সময় নির্ধারণ করে দিয়ে থাকে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের সময় অনুযায়ীই এশারা নামাজের আজকের সময় হচ্ছে 7 টা 33 মিনিট। চট্টগ্রাম জেলার নামাজের সময়সূচি ১ থেকে ৫ মিনিট কম বেশি কম হতে পারে। তাই আমরা যেই স্থানে অবস্থান করছি
আমাদের উচিৎ সেই স্থানের সময়সূচি অনুযায়ী নামাজ আদায় করা। সেজন্য অবশ্যই অবস্থানরত স্থানের আযানের পরই আমাদের নামাজ পড়া উচিৎ। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো দেখুন।
তবে সবচেয়ে উত্তম হচ্ছে, ইসলামিক বিষয়ে যেকোনো প্রশ্ন থাকলে ভালো কোনো আলেম উলামাদের কাছে সেগুলো জিজ্ঞাস করা। ভালো আলেমদের কাছ থেকে আমরা সঠিক তথ্য পাব বলে আশা করা যায়।
উপরোক্ত এশার নামাজের সময় উল্লেখ করা হয়েছে। এই সময় এর পর থেকেই এশার নামাজের সময় শুরু হবে। উক্ত সময়ের পর থেকেই কয়েক ঘন্টা পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারেন।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন। আমরা প্রতিনিয়ত ইসলামিক বিষয়ে বিভিন্ন আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি।
![এশার নামাজ ১৭ রাকাত কি কি [ক্লিক করে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646328964356.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![ফজরের নামাজের উপকারিতা [বৈজ্ঞানিক উপকারিতা জানতে এখানে ক্লিক করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647266945897.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)


![নামাজের সময়সূচি ২০২৫ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1650745041889.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
