ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী 2025 ও ভাড়া

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে যেসব ট্রেন চলাচল করে। সেই সকল ট্রেনের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা যারা ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
অবশ্যই আপনাদের কাছে আজকে আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কোন কোন ট্রেন চলাচল করে। সে ট্রেনগুলোর ছেড়ে দেওয়ার সময় এবং ভাড়ার তালিকা।
ময়মনসিংহ হলো বাংলাদেশের উত্তর প্রান্ত চতুর্থ বৃহত্তম শহর। আপনি যদি ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে চান। তাহলে প্রথমে আপনার একটু জেনে নেওয়া উচিত ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী এবং টিকিটের দাম সম্পর্কে।
আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ যেতে আন্তঃনগর ট্রেনে চড়েন। তাহলে গন্তব্যে পৌঁছাতে আপনার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা। কিন্তু মেইল ট্রেন ক্ষেত্রে প্রায় দ্বিগুণ সময় নেবে। এজন্য আন্তঃনগর ট্রেনগুলো বাংলাদেশের
যাত্রী পরিবহনের জন্য আদর্শ ট্রেন হিসেবে জনপ্রিয়। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ট্রেন সব সময় চলাচল করে সব মিলিয়ে ১২ টি ট্রেন এই রুটে আসা-যাওয়া করে। এগুলো ট্রেন সম্ভবত দেশের অন্য কোন রুটে চলাচল করে না।
এই বারোটি ট্রেনের মধ্যে ছয়টি অন্তনগর ট্রেন এবং ছয়টি হলো মেইল ট্রেন ঢাকা ও ময়মনসিংহ রুটে চলাচল গাড়ি আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে। তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস।
ঢাকা ময়মনসিংহ রুটের মেইল মেইল ট্রেন গুলো হচ্ছে ইসাখা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার এবং এক্সপ্রেস. তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। এ ট্রেনগুলো কত সময় বিরতি দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত ১২৩ কিলোমিটারের যাত্রাপথে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মাত্র ৩টি স্টেশনে বিরতি নেয়। বিরতিস্থলগুলো হলো: ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন এবং গফরগাঁও রেলস্টেশন।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রতিদিন সন্ধ্যে ৬টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি সপ্তাহের সাত দিনই যাত্রী বহনে ব্যস্ত থাকে, এর কোনো সাপ্তাহিক ছুটিছাটা নেই।
ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কোন কোন ট্রেন চলাচল করে। সে সম্পর্কে জানার জন্য আপনারা ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। যমুনা এক্সপ্রেস হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর তারাকান্দি রেল স্টেশন পর্যন্ত চলাচলকারী
একটি আধুনিক আন্তঃনগর ট্রেন। ফলে ঢাকা ও ময়মনসিংহ মধ্যে যাতায়াতকারী যাত্রী ব্যবহার করতে পারেন। যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় বিকেল ৪টা ৪০ মিনিটে এবং ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছায় রাত ৮টায়।
এটিও একটি প্রাত্যহিক ট্রেন, এর কোন বন্ধের দিন নেই।হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১১টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে বিকেল ৩টা ৫০ মিনিটে ময়মনসিংহে পৌঁছায়। বৃহস্পতিবার এর সাপ্তাহিক বন্ধের দিন।
![ট্রেনের সিট দেখার নিয়ম ২০২৫ এবং সিট প্লান [দেখুন ক্লিক করে]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1650187662317.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায় এবং পাওয়া যায় [জানতে এখুনি ক্লিক করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/fsfsfs.jpeg?resize=728%2C410&quality=100&ssl=1)

![মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৫ এবং নতুন পদ্ধতি [জানুন ক্লিক করে]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1650187549143.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৫ ডাউনলোড [করতে ক্লিক করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1650187608617.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)