দোয়া কুনুত বাংলা, আরবি উচ্চারণ সহ অর্থ (দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি)

দোয়া কুনুত বাংলা, আরবি উচ্চারণ সহ অর্থ (দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি)

আপনারা জানেন যে, বর্তমানে দোয়া কুনুত আপনারা অনেকেই ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে দোয়া কুনুত কে কিভাবে পড়বেন। দোয়া কুনুত আরবি উচ্চারণ

এবং এর ফজিলত এবং সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। রাতের নামাজ বিতরের নামাজের দোয়া কখন পড়তে হয়। এশার নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত

যে কোন সময় বিতর নামাজ পড়া যায় এই নামাজে তৃতীয় রাকাতে সূরা মিলানোর পর দোয়া কুনুত পড়তে হয়। কিন্তু এই দোয়া কোন মানুষের কেনই বা পড়তে হয় কি দোয়া রয়েছে এই সুরাতে। তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যমে

আপনাদের সামনে আলোচনা করব। কুনুত অর্থ সমৃদ্ধ একটি শব্দ। এ শব্দ দ্বারা নীরবতা  সালাত কিআম এবং ইবাদত ইত্যাদি বুঝায়। এইখানে কুনুত দ্বারা উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।

এ আবার মানুষ যখন চরম বিপদ এবং মুসিব হতে পারে। তখন এ দোয়া করতে হবে। হাদিসে পাকে একাধিক দোয়া কুনুত রয়েছে। তবে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণিত দোয়া কুনুটি দেয়া হলো।

গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত প্রেমালাপ এটি। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার খুশি হয়ে যান। বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দেন। এটিই দোয়া কুনুত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রাতে বিতর নামাজে দৃঢ়চিত্তে দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আপনার অনেক সময় ইন্টারনেটে এসে দোয়া কুনুতের বাংলা অর্থ

এবং বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে চান। তাই আজকে আমরা এই প্রশ্নের মাধ্যমে দোয়া কুনুতের বাংলা অর্থসানে নজরুল বিস্তারিত তথ্য আলোচনা করব। দোয়া কুনুত বা দোয়ায়ে কুনুত হচ্ছে একটি দোয়া।

এটি বিতরের নামাজ পড়ার সময় শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে পড়তে হয়। বিতরের নামাজ পড়ার সময় ৩য় রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়িতে হয়। এরপর এই দোয়া কুনুত পাঠ করতে হয়।

দোয়া কুনুত Download

দোয়া কুনুত মূল্যবান দোয়াগুলোর অন্যতম। ‘কুনুত’ অনেক অর্থসমৃদ্ধ একটি শব্দ। এ শব্দ দ্বারা নীরবতা, সালাত, কিয়াম, ইবাদত ইত্যাদি বুঝায়। এখানে কুনুত দ্বারা উদ্দেশ্য হলো ‘নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।’

এশার পর বিতির নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলানোর পর এটি পাঠ করতে হয়। আপনার তো কুরআনের যেসব আয়াতে দোয়া আছে। সেসব আয়াত পড়া এবং সেগুলো দিয়ে কনুত করা জায়েজ হবে।

দোয়া কুনুত হলো গভীর রাতে আল্লাহর কাছে বান্দার একান্ত প্রেম আলাপ। এই দোয়ার ফলে আল্লাহ বান্দার উপর খুশি হন। বান্দার চাওয়া পুর্ন করে দেন। দুনিয়ার সব বিপদ আপদ মুক্ত করে দেন

এবং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রাতে বিতর নামাজের চিত্তে, দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।