তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম (কিস্তিতে দেনমোহর পরিশোধের নিয়ম)

তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম (কিস্তিতে দেনমোহর পরিশোধের নিয়ম)

বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ। মানুষ বিয়ের মাধ্যমে তাদের পরবর্তী জীবনের পদার্পণ করে থাকে। কিন্তু কোন কারনে এসে বিয়ে তালাক হয়ে যায়। তবে তালাক হয়ে গেল স্ত্রীর হক অর্থাৎ মোহর পরিশোধ করতে হয়।

তাই আপনি অনেক সময় তালাকের পর দেনমোহর পরিষদের নিয়ম সম্পর্কে জানতে ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো। কিভাবে তালাকের পর দেনমোহর পরিশোধ করতে হয়।

অনেকেই জানতে চান স্ত্রী তালাক দিলে দেনমোহর পরিশোধ করতে হবে কিনা। সহজ উত্তর যে। যে পক্ষ থেকে তালাক দেয়া হোক না কেন। দেনমোহরের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। আপনার স্ত্রীকে তালাকের পর কিংবা তালাকের আগে দেনমোহর পরিশোধ করতে পারবেন।

তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম

কারণ দেনমোহর হচ্ছে স্বামীর ঋণ। যা স্বামী তার স্ত্রীকে পরিশোধ করবে ।আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা তালাকের পর দেনমোহর পরিশোধ করবেন শেষ পর্যন্ত সাথেই থাকুন।

আইনজীবের বিধায় অনেক জানতে চান স্ত্রীকে তালাক দেওয়ার সময় দেনমোহর পরিশোধ করার প্রয়োজনীয়তা আছে কিনা। সহজ উত্তর না। তালাক প্রদান এবং দেনমোহর পরিষদ দুটি ভিন্ন জিনিস। আবার অনেকে জানতে চান স্ত্রী তালাক দিলে দেন মোহর পরিষদ করতে হবে কিনা।

সহজ কথা যে যে পক্ষ থেকে তালাক দেয়া হোক না কেন। দেনমোহরের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সহবাসের আগে এবং পরে স্ত্রীর কাছে দেনমোহর দাবি করতে পারে এবং স্বামী পরিষদের ব্যর্থ হলে স্ত্রী সহবাসে যেতে অস্বীকার করতে পারেন বলে উচ্চ আদালতে সিদ্ধান্ত রয়েছে।

কিস্তিতে দেনমোহর পরিশোধের নিয়ম

বিয়ের পর স্বামী তার স্ত্রীকে অনেক কিছু দিতে পারে। স্বামী যদি স্ত্রীকে কিছু দেয়। তবে তাদের মন হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে দেনমোহর বাবদ কথাটি লিখতে হবে। যেমন জমি হস্তান্তর দলিলের বাবদ কথাটি না থাকলে। এরূপ জমি প্রধানদের মহান হিসাবে ধরা হবে না।

আপনার অনেকে কিস্তিতে দেনমোহর পরিশোধ করার নিয়ম সম্পর্কে জানতে চান। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে দেখাবো। কিভাবে আপনার বিয়ের পর কিস্তিতে দেনমোহর পরিশোধ করবেন এবং তা কিভাবে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করবেন।

তালাকের পর দেনমোহর পরিশোধের নিয়ম 

যদি দেনমোহর পরিশোধ করতে সমস্যা হয়ে থাকে অথবা আর্থিক সমস্যার কারণে দেনমোহর পরিশোধ করার ব্যাপারে অপারগতা প্রকাশ করে। তাহলে আপনার সেটা যদি আদালতের মাধ্যমে ডিভোর্স হয়ে থাকে।

দেনমোহর কিভাবে দিতে হয়

তাহলে সেখানে সময় নির্ধারণ করার মাধ্যমে কিস্তিতে আপনারা দেনমোহর পরিশোধ করতে পারবেন। এ পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পেরেছি। আরও যদি কোন তথ্য পেতে চান। আমাদের সাথেই থাকুন।

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা কিস্তিতে দেনমোহর প্রদান করবেন। দেনমোহর দেনমোহর দেনমোহর ১০ দিরহাম এর  উপরে যে কোন পরিমাণ নির্ধারণ করার কোন বাধা নেই স্বামীকে যেহেতু বাধ্যতামূলক দেনমোহর পরিশোধ করতে হবে।

তাই তার সামর্থ্য বিবেচনা করে দেনমোহর ধারণ করা উচিত। দেনমোহর নারীর নিরাপত্তার বিষয়টি ভেবে স্বামীর সামর্থের বাইরে দেনমোহর চাপিয়ে দেওয়া কোন ভাবে উচিত নয়।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।