যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত এবং নিয়ম এখান থেকে জেনে নিন
আসসালামু আলাইকুম, আমরা আজকে এই পোস্টে আলোচনা করব যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত ও নিয়ম এবং মাগরিবের নামাজের পর নফল নামাজ সম্পর্কে। আপনারা যারা নামাজ সম্পর্কে জানতে চান আমাদের এই পোস্টটি তাদের জন্য।
আল্লাহ তায়ালার নির্ধারিত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যোহরের নামাজ একটি। আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানের উপর যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সেগুলো হচ্ছে, ফজর, যোহর, আছর, মাগরিব ও এশা।
এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তায়ালা সময় ও নির্দিষ্ট করে দিয়েছেন।এই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সে জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করে।
নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহ তায়ালা নামাজ আদায়কারীকে সবচেয়ে বেশি পছন্দ করেন। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে সে কখনো জান্নাতে যেতে পারে না।
দৈনিক 48 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তায়ালা জোহরের নামাজের জন্য 12 রাকাত নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক মুমিন বান্দাকে যোহরের 12 রাকাত নামাজ আদায় করতে হয়। যে ব্যক্তি দৈনিক জোহরের নামাজ আদায় করে আল্লাহ তাকে বরকত দান করেন।
অনেক মুসলমানরা জানেনা যে, কিভাবে যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত করতে হয়। তাই আমরা এই পোস্টে যোহরের দুই রাকাত নামাজের নিয়ত কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব।
নামাজের নিয়ত আরবি ও বাংলা এই দুইভাবেই করা যায়। আপনি যদি আরবিতে যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত করতে চান তাহলে আপনাদেরকে জায়নামাজে দাঁড়িয়ে বলতে হবে,
“নাওয়াইতুয়ান উছাল্লিয়া লিল্লাহি তা’আলা রাক’আতাই সালাতিয যুহরি সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।
যদি বাংলায় নিয়ত করত চান তাহলে বলতে হবে, “আল্লাহ আমি কিবলামুখী হয়ে যুহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম”।আল্লাহ তায়ালা যোহর নামাজে যে 12 রাকাত নির্ধারণ করে দিয়েছেন সেগুলো হচ্ছে,
চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল। আমরা আজকে এ পোস্টে আলোচনা করব কিভাবে যোহরের দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয়।
যোহরের দুই রাকাত নফল নামাজ আদায় করতে হলে প্রথমে নফল নামাজের নিয়ত করতে হবে। এরপর তাকবীরে তাহরীমাহ্ বেঁধে সানা পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে।
এরপর রুকু দিতে হবে। দুইবার সেজদাহ্ দিতে হবে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো একইভাবে দ্বিতীয় রাকাতে সূরা পরে রুকু, সেজদাহ্ দিয়ে বসে তাশাহুদ, দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে।
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ একটি। আল্লাহ তায়ালা মাগরিবের নামাজে অনেক ফজিলত দিয়েছেন। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত। যেমন, তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত
ও দুই রাকাত নফল। মাগরিব নামাজের ওয়াক্ত হচ্ছে সূর্য সম্পূর্ণভাবে অস্ত যাওয়ার পর থেকে পশ্চিম আকাশে লাল রং থাকা পর্যন্ত।আপনার যদি মাগরিবের নামাজের পর
নফল নামাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন। আমাদের ওয়েবসাইটে মাগরিবের নামাজের পর নফল নামাজ সম্পর্কে কতগুলো পোস্ট প্রকাশ করা হয়েছে।