অনলাইনে জমির দলিল যাচাই [জমির দলিল যাচাই, তল্লাশি] করুন এখানে
![অনলাইনে জমির দলিল যাচাই [জমির দলিল যাচাই, তল্লাশি] করুন এখানে](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/1661739819371.jpg?fit=1080%2C810&quality=100&ssl=1)
বর্তমানে আধুনিকায়নের যুগে সবকিছু এসেছে পরিবর্তন। তাই জমির দলিল করার ক্ষেত্রে এবং নামজারি করার ক্ষেত্র এসেছে আধুনিকায়ন। বর্তমান সময়ে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্য যাচাই যাচাই করা।
আজকে আমরা এই পোস্টের মাধ্যমে এমনই এক প্রশ্নের উত্তরে হাজির হয়েছি। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো। কিভাবে আপনার জমির কাগজপত্র যাচাই করবেন।
অনলাইনে আপনি যেখানে জমি থাকুক না কেন। সে জমিটি আসলেই কোন ভেজাল অথবা কোন মামলা আছে কিনা। সেটা আপনারা অনলাইনে যাচাই করে নিতে পারেন।
এ সংক্রান্ত তথ্যই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন।
অনেকেই আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। জমিজমা সংক্রান্ত যেসব প্রশ্ন আসে। তাদের মধ্যে শীর্ষে থাকে জমির দলিল খতিয়ান ও নকশা মৌজা ম্যাপ। কোনটা কোন পেজে পাবেন এ বিষয়টা সম্পর্কে ধারনা দিব।
জমি জমার বিষয়ে তাদের মোটামুটি ধারণা আছে। তাদের অনেকেই আমাদের কাছে জানতে চান। যে কোন অফিসে গেলে জমির কোন কাগজ উঠানো যাবে। একটি জমির কিছু অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে।
যা হারিয়ে গেলে বা কোন কারণে নষ্ট হয়ে গেলে তা পুনরায় সংগ্রহ করার প্রয়োজন হয়। আমার জমি বেচা-কেনা বা হস্তান্তর করা জমির অনুকূলে ব্যাংক হইতে বন্ধক রেখে লোন উঠাতে গেলে বা সরকারি বন্দোবস্তের টাকা উঠাতে গেলে
এবং জমিতে বিল্ডিং করার জন্য প্লান পাস করাতে গেলে সব কাগজপত্র প্রয়োজন হয়। এখন আপনারা অবশ্যই জানতে চাইবেন জমির দলিল টি অনলাইনে যাচাই করে কিভাবে। আপনার এই কাজটি সম্পন্ন করবেন কিভাবে।
এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অনলাইনে জমির দলিল যাচাই করতে চান? তাহলে আসুন আমাদের ওয়েবসাইটে। এই পোষ্টের মাধ্যমে আপনাদের সঙ্গে তা জানাবো। তার আগে বলে নেই সহজে অনলাইনে জমির খতিয়ান যাচাই করা সম্ভব।
জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুত কিন্তু সর্বশেষ খতিয়ান হচ্ছে আর এস খতিয়ান যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এজন্য আপনাক। সাইটে www.eporcha.gov.bd/
তারপর বিভাগ, জেলা, উপজেলা সর্বশেষ মৌজা বাছাই করতে হবে। এরপর আপনার জমির খতিয়ান যাচাই করা চারটি অপশন পাবেন।সেখান থেকে আপনারা দাগ অনুযায়ী অথবা মালিকের নাম অনুযায়ী যাচাই করে দেখতে পাবেন।
সেটা সর্বশেষ সার্চ অপশনে ক্লিক করে আপনার মনিটরের এর মাধ্যমে জমির বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখন আপনাদের কাছে মনে হতে পারে কিভাবে পুরাতন দলিল বের করা যায় নিজের মোবাইলের মাধ্যমে।
এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে তা জানাবো। পুরাতন জমির দলিল যাচাই করতে পারবেন নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। এজন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
ওয়েবসাইটে ভিজিট করে আপনার জেলা, উপজেলা, মৌজা নাম্বার সঠিকভাবে দিতে হবে। এর পরবর্তীতে সার্চ অপশনে ক্লিক করে আপনার খুব কম সময়ের মাধ্যমে পুরাতন দলিল যাচাই করতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল নাম্বার মাধ্যমে।

![সরকারি ছুটির তালিকা ২০২৫ [ক্লিক করে ডাউনলোড করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647583079504.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![অভ্র কিবোর্ড লেখার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] ক্লিক করে সহজ নিয়ম দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/xczcz.jpeg?resize=473%2C316&quality=100&ssl=1)
![মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড [এখানে ক্লিক করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/dsfdsf.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)

