পদবি মানে কি (ফেসবুকে এবং বংশ পদবী) পদবি এর ইংরেজি কি

পদবি মানে কি (ফেসবুকে এবং বংশ পদবী) পদবি এর ইংরেজি কি

আমাদের প্রত্যেক মানুষেরই একটি নাম রয়েছে। আর সেই সকল নামের মাধ্যমে একজন মানুষ পরিচিতি লাভ করে থাকে। আর অনেক মানুষ রয়েছে বা আমাদের অনেকেরই নামের পাশে একটি পদবি থাকে। এক একজন মানুষের পদবি একেক ধরনের হয়ে থাকে।

অনেকে পদবি নামটি শুনে থাকেন বা পদবি নামের সাথে পরিচিত। কিন্তু এর মানে কি এ বিষয়টি বুঝতে পারেন না। যার জন্য আমরা এখানে আজকে পদবি মানে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা এখানে মেয়েদের নামের পদবি

এবং নামের পদবি তালিকা প্রকাশ করব। আপনারা যারা পদবির মানে কি বা পদবি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ দেখতে পারেন। পদবি দ্বারা আমরা অনেকগুলো নাম বুঝে থাকি।

পদবির অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে। যেমন, পদবী মানে হচ্ছে উপাধি, বংশগত উপনাম, আখ্যা, অভিদেও, খেতাব ইত্যাদি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামের সাথে বিভিন্ন পদবি ব্যবহার করে থাকি। প্রাচীনকাল থেকেই বা অনেক আগে

থেকেই মানুষ তাদের নামের সাথে বিভিন্ন ধরনের পদবি ব্যবহার করে আসছে। বিশেষ করে বিয়ের আগে মেয়েরা এক ধরনের পদবি ব্যবহার করে। আগে মেয়েরা বিয়ের পর তাদের স্বামীদের পদবি ব্যবহার করত। কিন্তু বর্তমান সময়ে সেই সকল কিছু খুবই কমই দেখা যায়।

আমাদের দেশের সরকার প্রত্যেকের জাতীয় পরিচয় পত্রের নামের পদবি ব্যবহারের ক্ষেত্রে ইচ্ছামত স্বামীর পদবি ব্যবহার না করে জন্ম সনদ বা শিক্ষাগত সার্টিফিকেটগুলোতে যে সকল পদবি রয়েছে সেগুলো ব্যবহার এর নির্দেশনা দিয়েছেন।

পদবি ব্যবহার করার মাধ্যমে অনেক সময় আমরা উচ্চ বংশীয় পদবির মানুষদেরকে নিম্ন বংশ পদবির মানুষদের সাথে খারাপ আচরণ করতে দেখে থাকি। আমরা আমাদের সমাজের অনেক মেয়েদের নামের পাশেই বিভিন্ন ধরনের পদবি দেখতে পায়।

মেয়েদের নামের বিভিন্ন ধরনের পদবি রয়েছে। যেমন-বেগম, খাতুন, নেসা, আক্তার, বিবি। অনেক নারীরা এই সকল পদবি গুলোকে নিয়ম রক্ষা বলেই মনে করে থাকেন। আমাদের দেশের অনেক নারীরাই বিয়ের পর

তাদের পদবি পরিবর্তন করে স্বামীর পদবি ব্যবহার করে থাকেন। মেয়েদের উক্তসকল পদবিগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের পদবি রয়েছে। আপনারা যদি মেয়েদের নামের পদবি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলো দেখতে পারেন।

পদবি মানে কি

কারণ আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলোতে আমরা মেয়েদের নামের পদবি প্রকাশ করেছি। আমাদের দেশের মানুষের কাছে পদবি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক মানুষকে তাদের নামের পাশে বিভিন্ন ধরনের পদবি ব্যবহার করতে দেখি।

যেমন অনেকে তাদের নামের পাশে চৌধুরী, সরকার, আক্তার, ইসলাম ইত্যাদি  পদবীগুলো ব্যবহার করে থাকেন। অনেকে নামের পাশে বিভিন্ন ধরনের পদবি ব্যবহার করার জন্য গুগলে নামের পদবি লিখে সার্চ দিয়ে থাকেন।

তাই আপনারা যেন নামের পদবি দেখতে পারেন এর জন্য আমাদের ওয়েবসাইটে আমরা নামের পদবির একটি তালিকা প্রকাশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সে তালিকাটি দেখতে পারবেন।

নামের পদবির তালিকা ছাড়া আমরা আমাদের ওয়েবসাইটে ছেলে এবং মেয়েদের সুন্দর সুন্দর কতগুলো নাম ও প্রকাশ করেছি এবং সেই সকল নামের অর্থ প্রকাশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেই সকল নামগুলো দেখতে পারবেন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।