যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি এবং যাকাত ফরজ হওয়ার জন্য বছর পূর্ণ হওয়া ওয়াজিব

যাকাত শব্দের অর্থ পবিত্রতা। ইসলামের মৌলিক ভিত্তি গুলোর মধ্যে যাকাত অন্যতম। ইসলামে যাকাত কে ফরয ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। আমাদের সমাজে ধনী-গরীব শ্রেণীর মানুষ বাস করে। যাকাতের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য দূর করা যায়।
যাকাত দিলে গরিব দুঃখীদের দুঃখ কষ্ট অনেকটা কমে যায়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা বাড়ে। এছাড়াও যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। কোরআনের প্রায় 32 জায়গায় যাকাত দেওয়ার কথা বলা হয়েছে।
যে সকল মুসলমানের উপর যাকাত ফরজ তাদের উচিত প্রতিবছর নিয়ম অনুসরণ করে যাকাত আদায় করা। আজকের পোষ্টে যাকাত ফরজ হওয়ার শর্ত, যাকাত হিসাব করার নিয়ম, যাকাতের প্রদানের খাত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যাকাত ফরজ ইবাদত। যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো বিদ্যমান থাকলে কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। যেমন যাকাত ফরজ হওয়ার জন্য কোন ব্যক্তিকে অবশ্যই স্বাধীন ব্যক্তি হতে হবে।
কোন ব্যক্তি যদি দাস হয় তবে তার জন্য যাকাত ফরজ হবে না। সেই ব্যক্তির নিকট অবশ্যই নিসাব পরিমাণ অর্থ থাকতে হবে।ব্যক্তির নিকট যে পরিমাণ সম্পত্তি রয়েছে তা সেই ব্যক্তির নিকট কমপক্ষে এক বছর মালিকানাধীন থাকতে হবে।
এছাড়াও যাকাত ফরজ হওয়ার জন্য কোন ব্যক্তিকে গরিব-দুঃখীদের সাহায্য করার মন মানসিকতা থাকতে হবে। এইগুলো যাকাত ফরজ হওয়ার শর্ত। আপনাদের মধ্যে অনেকেই যাকাত ফরজ হওয়ার শর্ত গুলো জানতেন না।
আশা করি পোস্টটি পড়ে শর্ত সম্পর্কে ধারণা পেয়েছেন। সুতরাং বলতে পারি আজকের আর্টিকেলটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে যদি সেই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পত্তি থাকে।
নিসাব পরিমাণ সম্পত্তি পেল প্রায় সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে 52 তোলা রুপার সমতুল্য সম্পদ। নিসাব পরিমাণ সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ যাকাতের জন্য বরাদ্দ রাখতে হয়।
উদাহরণস্বরূপ কোন ব্যক্তির নিকট যদি 100 টাকা থাকে তবে তাকে 2.50 টাকার যাকাত দিতে হবে। কোন ব্যক্তির নিকট যদি 200 টাকার সম্পত্তি থাকে তবে তাকে 5 টাকা যাকাত দিতে হবে। এভাবে হিসাব করে সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে দিতে হবে।

আপনারা যারা যাকাত হিসাব করার নিয়ম এর খোঁজ করছিলেন আশা করি তারা পোষ্টের মাধ্যমে ধারণা পেয়েছেন। যাকাত সম্পর্কে এমন আরো অনেক অজানা বিষয় জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাজে এসেছে। ইসলামের পাঁচটি খুটির মধ্যে যাকাত অন্যতম। প্রতিবছর রমজান শেষ হবার আগেই যাকাত আদায় করে নিতে হয়। যাকাত আদায় করলে সম্পদ এর পবিত্রতা অর্জিত হয়।
যাকাত প্রদানের কতগুলো খাত রয়েছে। আপনারা অনেকেই এই খাত গুলো জানেন না। আজকের পোষ্টে এসকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যাকাত প্রদানের খাত আটটি। এগুলো হলো- ফকির, মিসকিন, অসহায় মুসাফির,
আল্লাহর পথে, ঋণগ্রস্ত, ক্রীতদাস,মুআল্লাফাতুল কুলুব, আমেলিন। যাকাত আদায় করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। যাকাত আদায় করলে আল্লাহ খুশি হন। আমাদের প্রত্যেকের উচিত যাকাত সঠিকভাবে আদায় করা।
![ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কাফফারা এবং রোজার কাফফারা ২০২৫ কত টাকা [এখানে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1648617932277.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ [সেহরির শেষ সময় আজকের] এখনি দেখে নিন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1648898329149.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

![সিরাজগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ [এখুনি দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1648935858225.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

![ফিতরা কি টাকা দিয়ে আদায় হবে এবং ফিতরা কার উপর ওয়াজিব [এখানে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1650177435116.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)