আযানের দোয়া বাংলা অর্থসহ উচ্চারণ এবং ফজিলত

মুসলিম উম্মাহর মুসল্লিরা অনেকেই ইন্টারনেটে এসে আযানের দোয়া সম্পর্কে জানার জন্য ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আযান দেওয়ার সময় কোন দোয়া পড়তে হয়।
তা একটি আলোচনা করব এবং আযানের দোয়া এবং আযানের জবাব এবং আযানের নিয়ম সমূহ বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। আযান অর্থ আহ্বান বা ডাকা, প্রত্যেক ফরজ নামাজ পড়ার পূর্বে আযান দেওয়া সুন্নাতে মুয়াক্কাদা।
আমরা প্রতিদিন পাঁচবার আযান শুনতে পাই। আযান দেওয়ার এবং সোনার সময় আমাদের অবশ্যই আদব রক্ষা করা জরুরি। আযান দেওয়ার সময় এবং শোনার সময় কথা বলা নিচের কথা বললে না ৪০ বছরের নেকি নষ্ট হয়ে যায়।
আজ আমরা আজান-আজানের জবাব আযানের নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। আযানের শুনলে আযানের জবাব কিভাবে দিতে হয় এবং আজানের পরবর্তী দোয়া কি তা জানার জন্য আপনারা ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন।
আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এর সঙ্গে জরিয়ে আছে ইসলামের অন্যতম বিধান নামাজ। আজানই মুসলমানদের নামাজের কথা মনে করিয়ে দেন। জানিয়ে দেয় মহান রবের সামনে দাঁড়িয়ে একনিষ্ঠ চিত্তে তাকে স্মরণের সময় হয়েছে।
সব কাজ রেখে মসজিদ পানে চলার আহ্বান আজান। মুয়াজ্জিন আজান দেওয়ার সময় অন্যদের উচিত আজানের জবাব দেওয়া। হাদিসে আজানের জবাব দেওয়ার বিষয়ে অনেক সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে।
হজরত আব্দুল্লাহ ইবনে আমর রা. বলেন, এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল! মুয়াজ্জিনদের মর্যাদা যে আমাদের চেয়ে বেশি হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমিও তা-ই বল, মুয়াজ্জিন যা বলে।
আযান শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, সাড়া দেওয়া ইত্যাদি। প্রত্যেক ফরজ নামাজের আগে আযান দেওয়া সুন্নাতে মোয়াক্কাদা। আমরা প্রতিদিন পাঁচবার আযান শুনতে পাই। আযান দেওয়ার ও শুনবার সময় আমাদের কিছু আদব রক্ষা করা জরুরি।
এ সময় কথা বলা নিষেধ। এ সময় দুনিয়ায় কোন কথা বললে ৪০ বছরের নেকী নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত আযান সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। তাহলে আর দেরি না করে চলুন আযানের দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের আর্টিকেল। চলুন মূল আলোচনা শুরু করা যাক। হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের রব্ব। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসীলা তথা জান্নাতের একটি স্তর
এবং ফযীলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাকে মাকামে মাহমুদ পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
আপনারা কি আযানের বাংলা অর্থ সহ জানতে চান। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে আযানের দোয়া বাংলা সহ বিস্তারিত আলোচনা করব। আযানের দোয়া এবং আযানের জবাব কিভাবে দিতে হয়। তা জানতে পারবেন।
হযরত ওমর ইবনুল খাত্তাব আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনে, তার উত্তর হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, জবাবে পুনরাবৃত্তি করা হয়।