ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম (ক্লিক করে দেখুন)

আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খুলে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই। কারণ আমরা আজকে এই পোস্টে আলোচনা করব ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কে।
তাই দেরি না করে পোস্টটি সম্পূর্ন মনোযোগ দিয়ে পড়ুন। বর্তমানে বাংলাদেশের মোট 61টি ব্যাংক রয়েছে। তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক অন্যতম। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের লেনদেন করতে চান তাহলে খুব সহজে লেনদেন করতে পারবেন।
তাছাড়া আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনি সেখান থেকে খুব সহজে অর্থ লেনদেন করতে পারবেন। কেননা বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো শাখা রয়েছে।
গ্রামের থানা পর্যায়ে এবং গ্রাম বা বাজার পর্যায়েও ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং রয়েছে। তাই আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সুবিধার আওতায় থাকতে চান তাহলে ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ইত্যাদি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
প্রাপ্ত ব্যাংকগুলোর একাউন্ট ব্যবহার করতে পারেন। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট চেক করতে চান তাহলে খুব সহজেই সেটি করতে পারবেন। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে করতে পারবেন
অথবা আপনি চাইলে কাস্টমার কেয়ারে কল দিও চেক করতে পারবেন। তবে আপনার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে নেক্সাস পে অ্যাপ ব্যবহার করা। এটি ডাচ বাংলা ব্যাংকের একটি অফিসিয়াল অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে আপনি অর্থ লেনদেনের সব রকমের সুবিধা ভোগ করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটি আপনি গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটি ব্যবহার করতে চাইলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
পরবর্তীতে আপনি চাইলে আপনার ডেবিট কার্ড, রকেট একাউন্ট, ক্রেডিট কার্ড ইত্যাদি একাউন্ট সেই অ্যাপটিতে যোগ করে নিতে পারবেন এবং সেখান থেকে পরবর্তীতে মোবাইলে রিচার্জ করা সহ যেকোনো একাউন্টে টাকা লেনদেন করতে পারবেন।
আপনি চাইলে বিদ্যুৎ বিলের টাকাও সেই অ্যাপের মাধ্যমে প্রদান করতে পারবেন। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান তাহলে খুব সহজে করতে পারবেন।
তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনি যেই নাম্বার দিয়ে ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট খুলেছিলেন সেই নাম্বার দিয়ে চেষ্টা করতে হবে। সেই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার দিয়ে আপনি এসএমএস এর মাধ্যমে ট্রাই করতে পারবেন না।
আপনি যদি এসএমএস এর মাধ্যমে দেখতে চান তাহলে নিচের পদ্ধতিতে মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন BAL<space> (account number) এবং পাঠিয়ে দিন 3225 এই নাম্বারে।
এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে একটি চার্জ কেটে নেওয়া হবে। যার পরিমাণ হচ্ছে 3 টাকা বা তার কিছু বেশি। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খুলতে আগ্রহী হন তাহলে আপনি খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম
তবে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে কোন চার্জ দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। শুধু ডাচ বাংলা ব্যাংকই না আপনি যেকোন
ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন। তবে একাউন্ট খোলার পর আপনার একাউন্টে সর্বনিম্ন একটি ব্যালেন্স রাখতে হবে।
ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে সেই সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে 500 টাকা। অর্থাৎ, ডাচ বাংলা ব্যাংক যেদিন ওপেন করবেন সেদিন আপনার একাউন্টে সর্বনিম্ন 500 টাকা জমা রাখতে হবে।
ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চাইলে তাদের অফিসের ওয়েবসাইটে প্রবেশ করুন। তাদের অফিসের ওয়েবসাইটেরলিংক হচ্ছে- www.dutchbanglabank.com।

![রকেট একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম [এখানে ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708693925.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি [এখানে ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645892910272.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![মোবাইলে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায় [এখান থেকে দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/dgdfg.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)

![বাংলাদেশ থেকে চীনে টাকা পাঠানোর উপায় [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482481839.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)