ভালবাসা মানে কি (ভালোবাসা মানে কি হুমায়ুন আহমেদ)
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, পৃষ্ঠের সৃষ্টির সেরা যে মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির সেরা, যে মানুষ বলতেই একে অপরকে প্রেমে পড়ে এবং অপরকে ভালোবাসে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে। আমরা এক দেখায় যাকে ভালোবাসি
সেটা আসলেই ভালোবাসা কিনা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। যেমন একজন মায়ের ভালোবাসা একজন সঙ্গীর ভালোবাসা থেকে আলাদা।
যা আবার খাবারের প্রতি ভালোবাসা থেকে ভিন্ন। সাধারণত ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতি বুঝায়। আমনে ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা।
আমার আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকে। আমার ছেলে দেশের বাইরে থাকে। অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাইরে থাকে। তাই মানুষ বুঝতে পারে ভালোবাসা কি। তবে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়।
ভালোবাসা বাবা মা ভাই বোন সবার জন্য প্রযোজ্য। ভালোবাসা প্রতিবেশীর জন্য। সব রকম ভালোবাসা থাকতে হয়। বিশ্বাস অসম্মান আর ভালোবাসা একদিনের জন্য নয় বছরে।
প্রতিটি দিনের জন্য ভালোবাসা থাকা দরকার। অনেক অভিনেতার মতে ভালোবাসার মানে বাবা-মা পরে সন্তান বাবা-মায়ের জন্য আমাদের এই পৃথিবী দেখা আমার জনপ্রিয়তা খ্যাতি জজ সবকিছু বাবা মায়ের জন্য।
ভালোবাসা মনের একটি অনুভূতি। এই অনুভূতি কাউকে দেখানো সম্ভব না। অনুভব করে বুঝে নিতে হয়। এ ভালোবাসা শুধু মানুষেরই নয় সব, জড় ও জীবের প্রতিও হতে পারে। ভালোবাসা হবে নিখুঁত।
যেখানে থাকবে সম্মানবোধ, থাকবে না কোন প্রতারণা। ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতি নিয়ত ভালবাসতে হয়। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়।
মানুষের মধ্যে গুণের একটি ভালোবাসার অন্যতম। যা নিজেই নিজের মধ্যে লালন করে। ভালোবাসার মানুষের কাছে তা প্রকাশ করতে হয়। মানুষ শুধু বয়সেই বাঁচে না, মানুষ মূলত ভালোবাসার বাজে আর এ ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
ভালোবাসা মানে মানুষের সঙ্গে মানুষের আবেদন মানুষের সম্পর্ক। এ সম্পর্কে দোষ ত্রুটি উপেক্ষা করে ভালো দিকটাই প্রকাশ ঘটে। মন্দ দিকগুলো আড়ালে রেখে একসময় সংশোধন করার চেষ্টা থাকবে। ভালোবাসা মানে সম্মান বাঁচানো।
খারাপ কিছু না বলা না ভাবা একে অপরের প্রতি সম্মানবোধ। যে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। আপনারা কি জানতে চান মেয়েদের ভালবাসা কিভাবে চিনবেন। তাহলে আজকের আর্টিকেল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে মেয়েদের ভালোবাসার কিভাবে যাচাই করবেন। তার একটি বিস্তারিত তথ্য আলোচনা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিলে বুঝতে পারবেন।
তাহলে বন্ধুরা মূল আলোচনা শুরু করা যাক। ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। যাতে থাকে দায়বদ্ধতা। একজন আরেকজনকে সম্মান দেখান। সুখে-দুঃখে পাশে থাকা। খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা।
মানুষ ভুল করেই সে ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আরেক নাম। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয় বরং প্রতিদিন কোনো একজনকে মনে করাও ভালোবাসা।