নমস্কার অর্থ কি (আদাব বা নমস্কার শব্দের বাংলা অর্থ)
আমরা আমাদের চারপাশের অনেক মানুষকে নমস্কার কথাটি বলতে শুনি। এছাড়া বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মুখে আমরা নমস্কার কথাটি বেশি শুনতে পায়। কিন্তু অনেকেই এই নমস্কার কথাটির অর্থ জানেন না বা নমস্কার অর্থ কি এ বিষয়ে ধারণা রাখেন না।
তাই আমরা আপনাদেরকে নমস্কার অর্থ কি এই বিষয়ে জানাবো। এছাড়াও আমরা আপনাদেরকে নমস্কার এর ইংরেজি কি এবং নমস্কার এর সমার্থক শব্দ সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনারা এই সকল বিষয়ে বিস্তারিত জানতে
চাইলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ দেখুন। নমস্কার কথাটি খুবই সাধারণ একটি কথা। এই কথাটি আমরা প্রায় অনেকের মুখেই শুনি। নমস্কার কথাটির কতগুলো অর্থ রয়েছে এবং এই কথাটি দ্বারা নির্দিষ্ট একটি অর্থ বোঝানো হয়ে থাকে।
নমস্কার কথাটির আভিধানিক অর্থ হচ্ছে প্রণাম করা। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা একজন আরেকজনকে সম্মান জানানোর ক্ষেত্রে বা একজন আরেকজনের সাথে দেখা হলে নমস্কার শব্দটি ব্যবহার করে থাকে।
নমস্কার অর্থ কি আপনারা যারা এ বিষয়ে জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোষ্টের বাকি অংশটুকু দেখুন। কারন আমরা এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার কথাটি অর্থ হচ্ছে প্রণাম।
প্রণাম ছাড়াও এই শব্দের আরো কতগুলো অর্থ রয়েছে। যেমন-নত হওয়া, সম্মাননা ইত্যাদি। আর কার শব্দের অর্থ হচ্ছে বা কার কথাটির অর্থ হচ্ছে কার্য অথবা করা। সুতরাং দুটি শব্দ মিলিয়ে অর্থাৎ, নমস্কার শব্দের অর্থ হয় প্রণাম করা বা নত হওয়া, সম্মান করা।
নমস্কার অর্থ ছাড়াও আপনারা যদি আরো বিভিন্ন ধরনের শব্দের অর্থ জানতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে যে সকল শব্দের অর্থ জানতে পারবেন। কারণ আমাদের ওয়েবসাইটে আমরা আরও বিভিন্ন ধরনের শব্দের অর্থ প্রকাশ করেছি।
শব্দের অর্থ ছাড়াও আমরা শব্দের ইংরেজি এবং সমার্থক শব্দ ও প্রকাশ করেছি। এ সকল বিষয়ে জানতে আমাদের কোন পোস্টগুলো দেখুন। নমস্কার কথাটি একটি আবিধানিক অর্থ রয়েছে। নমস্কার কথাটির আভিধানিক অর্থ হচ্ছে সম্মান করা, নত হওয়া বা প্রণাম করা।
নমস্কার শব্দটিকে ভারতের কিছু অংশে নমস্তে শব্দ দিয়েও সম্বোধন করা হয়ে থাকে। নমস্কার শব্দটির যেমন একটি আভিধানিক অর্থ রয়েছে তেমনি, এর একটি ইংরেজি শব্দ রয়েছে। অনেকেই নমস্কার শব্দের ইংরেজি জানেন না।
যার জন্য এ বিষয়ে জানতে অনেকে গুগলে সার্চ দিয়ে থাকেন। তাই আপনারা যেন এ বিষয়ে জানতে পারেন এর জন্য আমরা এখানে এ বিষয়ে আলোচনা করব। নমস্কার শব্দের ইংরেজি যে শব্দ রয়েছে সেটি হচ্ছে salute,greet,bow ইত্যাদি।
নমস্কার শব্দের কতগুলো সমার্থক শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্যে রয়েছে সম্মান প্রদর্শন, অভিবাদন, স্বাগত জানানো, সম্বর্ধনা ইত্যাদি। এই সকল নামগুলো ছাড়াও নমস্কার শব্দের আরও কতগুলো সমার্থক শব্দ রয়েছে।
আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলোতে আমরা সেই সকল শব্দ গুলো প্রকাশ করেছি। নমস্কার শব্দের সমার্থক শব্দ ছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো অন্যান্য শব্দের কতগুলো সমার্থক শব্দ রয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো দেখতে পারবেন।