পম পম মানে কি বাংলা (খাওয়া, গ্রুপ, মেয়ে, বিলাই, ভিডিও ভাইরাল)

সোশ্যাল মিডিয়া সহ বর্তমান সময়ে বিভিন্ন প্লাটফর্মে পমপম শব্দটি শোনা যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পম পম শব্দের অর্থ কি। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করছি।
এই শব্দটি কোথা থেকে আসলো এবং এটার অর্থ কি বুঝায়। তা জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন সাধারণত মেয়েদের বক্ষ অর্থাৎ বুকের অংশকে মানুষ, নেগেটিভ ভাবে পম পম বলে থাকে কিছুদিন হলো
একটি পম পম নামের টেলিগ্রাম জব্দ করেছে ডিবি পুলিশ। কারণ এর মাধ্যমে অনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করা হতো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের আর্টিকেল এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে
এ বিষয়টি আলোচনা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং দেখুন। পম পম নামে একটি আন্তর্জাতিক টেলিগ্রাম গ্রুপের মূল হতা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
চক্রটি দীর্ঘদিন ধরে হাজার হাজার কিশোর তরুণীদের ব্ল্যাকমেইল করে অন্তরঙ্গ মুহূর্তে ছবি ভিডিও আদরের পাশাপাশি অর্থ দাবি করে। এছাড়া এসব ভিডিও বিক্রি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি সিআইডি।
cid এর প্রধান বলেন, অভিভাবকদের রাত জাগা ফ্রিল্যান্সিং এর কাজের কথা বলতেন 12 থেকে 18 বছরের কিশোরী তরুণীরা। অভিভাবকরা নিশ্চিন্তে থাকেন যে, সন্তান ফ্রিল্যান্সিং করছে কিন্তু ফ্রিল্যান্সিং
এর আধার আড়ালে তারা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও দিতে বাধ্য হতেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ফেসবুক ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে পমপম নামের টেলিগ্রাম গ্রুপে তাদের গোপন ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করত।
অর্থ দিতে না পারলে ভিডিও কলে এসে আপত্তি করে দৃশ্য ধারণ করতে বাধ্য করত। এছাড়া কোন প্রস্তাবে সারা না দিলে ভুক্তভোগীদের নাম পরিচয় এবং তথ্যসহ লাখ লাখ সাবস্ক্রাইবার টেলিগ্রাম গ্রুপগুলোতে ভাইরাল করে দিত চক্রটি।
ভুক্তভোগী তার এবং তার প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি পমপম গ্রুপে ছড়িয়ে দেওয়ায় ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মার্ক সাকারবার্গ ও তার দলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেন।
ফ্রিল্যান্সিংয়ের আড়ালে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল গ্রেপ্তার পমপম গ্রুপের নয় সদস্যকিশোরী এবং তরুণীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আদায় করে তাদের ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে পমপম নামের একটি গ্রুপের বিরুদ্ধে।
অভিযোগ, এই আন্তর্জাতিক টেলিকম গ্রুপ ওই তরুণীদের ব্ল্যাকমেল করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আপন গ্রুপের সদস্য হওয়ার জন্য মাসে এক থেকে দুই হাজার নেয়া হতো সাবস্ক্রিপশন ফি।
ওই টাকা দিয়ে বিদেশের অনেকেই এই গ্রুপের সদস্য হয়েছেন বছরে বিভিন্ন একাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। এর ঘটনায় মানিলন্ডারিং এর বিষয়টি ও তদন্তি করে দেখা হবে এমনটাই জানিয়েছে একটি সিয়াইডি প্রধান।
তাহলে বন্ধুরা এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে কাঙ্খিত প্রশ্নের জবাব দিলাম। আরো যদি কোন তথ্য জানতে চান। আমাদের ওয়েবসাইটে আসুন দেখুন এবং আপনার পছন্দের আর্টিকেল মনোযোগ দেখুন। পরবর্তী পোস্টে আবারো দেখা হবে।

![সরকারি ছুটির তালিকা ২০২৫ [ক্লিক করে ডাউনলোড করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647583079504.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![অভ্র কিবোর্ড লেখার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] ক্লিক করে সহজ নিয়ম দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/xczcz.jpeg?resize=473%2C316&quality=100&ssl=1)
![মৌজা ম্যাপ তোলার নিয়ম [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/dsfdsf.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)

