১ বিঘা কত শতাংশ (1 বিঘা সমান কত শতাংশ)

১ বিঘা কত শতাংশ (1 বিঘা সমান কত শতাংশ)

আমাদের জায়গা জমি পরিমাপ অথবা পরিমাণ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক ধারণা থাকা উচিত। কেননা আমরা যদি জায়গা জমির ক্ষেত্রে সঠিক ধারণা না রাখি তাহলে ভবিষ্যতে উত্তরাধিকার হিসেবে আমাদের পিতা-মাতার জায়গা

জমির সঠিক হিসাব করতে পারবো না। বা এই বিষয়ে আমাদের সঠিক নলেজ থাকবে না। জায়গা জমির সঠিক হিসাবের জন্য বিঘা, শতক, কাঠা, শতাংশ, একর এই সকল বিষয়ে আমাদের সঠিক ধারণা থাকতে হবে।

জায়গা জমির হিসাব জানার ক্ষেত্রে এই সকল সঠিক মান জানা অত্যাবশ্যকীয়। আজকে আমরা এই পোস্টে বিঘা, শতাংশ এবং কাঠা নিয়ে আলোচনা করব। আপনার যদি ক্ষুদ্র পরিমাণেও জায়গা বা জমি থেকে থাকে তাহলে আপনাকে বিঘা,

শতাংশ ডিসিম, শতক ইত্যাদি জায়গার পরিমাণ সঠিকভাবে জানা থাকতে হবে অন্যথায় আপনি এ বিষয়ে কোনো রকম ধারণা  ছাড়াই চলাচল করতে হবে। সে ক্ষেত্রে আপনি ঠক বা প্রতারকের সম্মুখীন হতে পারেন।

আপনি যদি অল্প পরিমাণে জায়গা কিনতে চান তাহলে শতাংশ হিসাব জানা অত্যাবশ্যকীয়। আপনি যদি বেশি পরিমাণে জায়গা জমি ক্রয় করতে চান অথবা আপনারা যদি বেশি পরিমাণে জায়গা জমি থেকে থাকে তাহলে এক বিঘা সমান কত শতাংশ

অথবা এক বিঘা সমান কত কাঠা সে বিষয়ে ধারণা থাকতে হবে। না হলে আপনি বুঝতে পারবেন না কত কাঠা তে এক বিঘা হচ্ছে অথবা আপনার কতটুকু জমি রয়েছে। 1 বিঘা সমান হচ্ছে 33 শতাংশ।

অর্থাৎ আপনার যদি এক শতাংশ বা দুই শতাংশ জমি থেকে থাকে তাহলে সেটি কাটার পরিমাণে খুবই নগণ্য। আবার আপনার যদি এক বিঘা জমি থেকে থাকে তাহলে সেটি প্রায়  অনেক শতাংশ যার পরিমাণ হচ্ছে ৩৩ শতাংশ।

অনেক অঞ্চলে শতাংশ, শতক, ডিসিম, ছাড়াও কাটা এর হিসাব জানা থাকতে হয়। আপনি যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলে কাঠা, শতাংশ, ডিসিম নাকি শতকের  হিসেবে জায়গা জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেটি আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে।

কারণ আপনি কাঁঠা বা শতাংশ এর হিসাব জানলেন। কিন্তু আপনি যেখানে বসবাস করেন সেখানে গন্ডা বা করায় এর মাধ্যমে বিক্রয় হয়ে থাকলে আপনি সে বিষয়ে সঠিক ধারণা পাবেন না। তাই আপনাকে সকল বিষয়গুলো নিয়েই ধারণা রাখতে হবে।

১ বিঘা কত শতাংশ

আমরা আগেই জেনেছি 1 বিঘা সমান হচ্ছে 33 শতাংশ। অপরদিকে 1 বিঘা সমান হচ্ছে 16 গন্ডা। তাই আপনার এলাকায় যদি শতাংশ এর হিসাব করা হয় তাহলে আপনি গন্ডা থেকে শতাংশ নিতে পারবেন।

আবার যদি আপনার এলাকায় গন্ডা এর হিসাব করা হয় তাহলে শতাংশ থেকে গন্ডার হিসাব সহজে করতে পারেন। এক বিঘা সমান হচ্ছে 20 কাঠা। অর্থাৎ আপনার যদি বিশ কাঠা জমি থেকে থাকে

তার মানে আপনি এক বিঘা জমির মালিক। আবার এক একর সমান হচ্ছে 100 শতক। এক বিঘা সমান হচ্ছে ৮০ হাত। ১ শতক সমান হচ্ছে দুই করা। আপনি যদি জায়গা জমির সঠিক হিসাব পেতে চান তাহলে

এগুলো আপনাকে সঠিকভাবে জানা থাকতে হবে। জায়গা জমি পরিমাপের ক্ষেত্রে আর.এস, মৌজা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অথবা সঠিক ধারণা পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।