৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম [এখানে ক্লিক করে দেখুন]
মহান আল্লাহতালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ অত্যাবশ্যকীয় করা হয়েছে।
পাঁচ অক্ত নামাজ দৈনিক আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম নামাজ। আমরা মুসলিম হিসেবে যত বেশি নামাজের কথা প্রচার করবো ততবেশি আমাদের সওয়াব হবে।
আপনাদের মধ্যে অনেকেই বেতর নামাজ আদায় করার নিয়ম জানেন না। আপনারা যদি আমাদের আজকের পোস্টটি পড়েন তবে আশা করি বেতের নামাজ আদায় করতে কোন সমস্যায় পড়তে হবে না।
সুতরাং পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। বিতর নামায আদায়ের জন্য প্রথমে নামাজের নিয়ত পাঠ করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সানা পাঠ করতে হবে।
সানা পড়া শেষ হলে সূরা ফাতিহা এবং অন্য যেকোনো একটি সূরা পড়তে হবে। এরপর সুবহানা রব্বিয়াল আযীম বেজোড় সংখ্যক বার বলে সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে হবে।
এরপর সেজদা দিতে হবে।সেজদায় সুবহানা রব্বিয়াল আলা বেজোড় সংখ্যক বার বলতে হবে। আল্লাহু আকবার বলে পুনরায় সেজদা দিতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ করতে হবে। দ্বিতীয় রাকাত একইভাবে আদায় করতে হবে।
তবে এক্ষেত্রে সিজদা দেওয়ার পর তাশাহুদ পাঠ করতে হবে। এরপর তৃতীয় রাকাত শুরু করতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর দোয়া কুনুত পড়তে হবে এবং সেজদা দেয়ার পর তাশাহুদ, দুরুদে ইব্রাহীম
এবং দোয়া মাসুরা পাঠ করতে হবে। শেষে সালাম ফিরিয়ে মোনাজাত ধরতে হবে। আশা করি এই প্রক্রিয়ায় আপনারা বেতর নামাজ আদায় করতে পারবেন। বিতরের কাযা নামাজ নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে।
তবে এটা সবারই জানা যে বিতরের নামাজ ফজরের আগ পর্যন্ত থাকে। কোন কারণে যদি বেতন নামাজ আদায় করতে কেউ ভুলে যায় অথবা ইচ্ছা করে বাদ দেয় তবে ফজর নামাজ আদায় করার আগে তাকে অবশ্যই বেতরের নামাজ আদায় করতে হবে।
যদি ভুলবশত ফজরের নামাজ আদায়ের সময় বেতর নামাজের কথা স্মরণ হয় তবে অবশ্যই বেতরের কাজা নামাজ আদায় করে নিতে হবে। এরপর ফজরের নামাজ আদায় করতে হবে।
অর্থাৎ কোনভাবে বেতর নামাজ বাদ দেওয়া যাবে না। কারণ বেতর নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। আশা করি আজকের পোস্টটি পড়ে আপনারা বেতর নামাজ সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছেন। নামাজ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
প্রত্যেকটি নামাজের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে অথবা পরে নামাজ আদায় করলে তার ভুল হবার সম্ভাবনা থাকে। দিনের সর্বশেষ নামাজ হল বিতর নামাজ।
বেতর নামাজের বিজোড় সংখ্যক রাকাত বিশিষ্ট নামাজ। মুসলিমরা এশার নামাজের পর থেকে বেতের নামাজ আদায় করে থাকে। ফজরের নামাজের আগ পর্যন্ত বেতর নামাজের ওয়াক্ত থাকে।
এর মধ্যে যেকোনো সময় বেতের নামাজ পড়া যায়। বেতর অর্থ বেজোড় সংখ্যক অর্থাৎ 11 রাকাত পর্যন্ত বেতন নামাজ আদায় করা যায়। আশা করি আজকের পোস্টটি পড়ে আপনারা বেতর নামাজের সময় সম্পর্কে ধারণা পেয়েছেন।