এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

বাংলা ব্যাকরণে ধ্বনি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি ধ্বনি সম্পর্কে সঠিক ধারণা না রাখি তাহলে ব্যাকরণের অনেক বিষয় বুঝতে পারব না। এছাড়া ধ্বনির সাথে শব্দ, বাক্য, বর্ণ সবগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

তাই ধ্বনি সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। যে সকল শিক্ষার্থীরা ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা উদাহরণ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এই পোস্টটি সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ুন।

কারণ আমরা আজকে এই পোস্টের ধ্বনি উচ্চারণ নিয়ে আলোচনা করব। তাছাড়া এই পোস্টটি পড়লে ধ্বনি উচ্চারণের, এ ধ্বনি উচ্চারণ এবং ব ফলা উচ্চারণের নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন

ব্যাকরণ ভাষার উপর নির্ভরশীল নাকি ভাষা ব্যাকরণের উপর নির্ভরশীল এই বিষয়ে। এ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে প্রথমে যদি এ থাকে তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও, য়, i, ল, শ থাকে তাহলে এ অবিকৃতভাবে উচ্চারিত হবে।

অর্থাৎ এক্ষেত্রে এ বিকৃত হবে না। এ ধ্বনি উচ্চারণের আরেকটি বিষয় হচ্ছে একাক্ষর সর্বনামে অর্থাৎ একটি অক্ষর সর্বনাম বিশিষ্ট পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত আকারে বসে বা উচ্চারিত হয়।

এ ধ্বনি উচ্চারণের আরো বেশ অনেকগুলো নিয়ম রয়েছে। সেগুলো জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন। এই পোস্টে এই কয়েকটি আলোচনা করা হলো। তাছাড়া বাকি পোস্ট পড়লে আপনি

অ ধ্বনি উচ্চারণের বিষয়ে জানতে পারবেন।  ব্যাকরণ সাধারণত ভাষার উপর নির্ভরশীল।  ভাষা কখনো ব্যাকরণের উপর নির্ভরশীল নয়। কেননা প্রথমে ভাষা সৃষ্টি  হয়েছে। পরবর্তী তে ভাষার সুশৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাকরণের সৃষ্টি।

তাই ব্যাকরণ  কখনোই ভাষা কে নিয়ন্ত্রণ করে না বরং ভাষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাকরণের সৃষ্টি। শব্দের শুরুতে যদি অ থাকে এবং এর পরে যদি উ কার থাকে তবে অ কার এর উচ্চারণ ও কারের মত হয়। যেমন অরুণ।

এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

আরেকটি নিয়ম হচ্ছে বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ বা বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের ও লুপ্ত না হয়ে উ কারান্ত উচ্চারণ হয়ে থাকে। যেমন শত, বড়  কত। অ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এরকম আরও বেশ কিছু নিয়ম কানুন রয়েছে।

ব অথবা ম এর সাথে যদি  ব ফলা যুক্ত হয় তাহলে ব এর উচ্চারণ ও বিকৃত থাকে। যেমন লম্ব। শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দিত্ব ঘটে থাকে।

যেমন  বিশ্ব, বিদ্বান। বিভিন্ন বর্ণের উচ্চারণের বিষয়ে সঠিক ধারণা পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে আরো বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

সেখানে ধ্বনি, ব্যাকরণ নিয়ে অনেক তথ্য প্রকাশ করা আছে। তাছাড়া শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কারণ আমরা শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য আপডেট প্রকাশ করে থাকি।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।