বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম [এখান থেকে জেনে নিন]
![বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম [এখান থেকে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482332439.jpg?fit=1080%2C810&quality=100&ssl=1)
প্রবাসী ভাই ও বোনেরা, অনেকেই রয়েছেন তারা জানতে চাই কিভাবে বিদেশ থেকে ইসলামী ব্যাংকসহ বাংলাদেশের যে কোন ব্যাংকে টাকা পাঠানো যায় । আজকে আমরা এ নিবন্ধনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। কিভাবে আপনি বিদেশ থেকে ইসলামী ব্যাংকসহ বাংলাদেশের ব্যাংকে বিদেশ
থেকে টাকা পাঠাবেন। আপনারা জেনে খুশি হবেন যে , বাংলাদেশ সরকার বিদেশ থেকে টাকা পাঠানোর উপর ভিত্তি করে 2.5% প্রণোদনা দিচ্ছে । অর্থাৎ আপনারা যদি এক লাখ টাকা বিদেশ থেকে পাঠান। তাহলে গ্রাহক পাবে আরো দুই হাজার টাকা বেশি।
বাংলাদেশের মধ্যে প্রায় 80 টি ব্যাংক রয়েছে সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলে তার মধ্যে 21 টি সরকারি বেসরকারি ব্যাংকের নাম বলব। ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো যায়। তাহলে বন্ধুরা চলুন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক।
ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংক হচ্ছে বেসরকারি, এখানে একাউন্ট করা খুবই সহজ আপনার,যদি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি খুব সহজেই এ ব্যাংক একাউন্ট খুলতে পারবেন |
ব্যাংক একাউন্ট খোলার পূর্বে অবশ্যই আপনাকে নমিনি কে সাথে নিয়ে যেতে হবে এবং নমিনির ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন হতে হবে 18 বছরের নিচে কিন্তু নমিনি করা যাবে না বা নেয়া হয় না।
আর অবশ্যই যার নামে ব্যাংক একাউন্ট করবেন ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ দিয়ে আপনারা বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারেন। এক্ষেত্রে আপনার বিদেশ থেকে যে কোন মূল্য টাকা পাঠাতে চাইলে 2.5 শতাংশ হারে প্রণোদনা পাবেন।
আপনার অনেকে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম সম্বন্ধে জানতে চাচ্ছিলেন । এখন থেকে বিদেশে অবস্থিত ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অফিস মনোনীত যেকোন এজেন্ট ও এক্সচেঞ্জ হাউজ থেকে সরাসরি এমক্যাশ একাউন্টে টাকা পাঠানো যাবে ।
কম সময়ে এমক্যাশ একাউন্টে টাকা জমা হবার সাথে সাথে গ্রহীতা নিশ্চিতকরন এসএমএস পাবেন। এই টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোন শাখা মনোনীত এজেন্ট এবং মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত এজেন্টের কাছ থেকে উত্তোলন করা যাবে।
এক্ষেত্রে এমক্যাশ একাউন্টে টাকা পাঠানোর জন্য টাকার পরিমাণ গ্রহীতা বা যার কাছে টাকা আসবে । তার নাম , এম ক্যাশ একাউন্ট 12 ডিজিটের নাম্বার এবং ব্যাংকের নাম উল্লেখ করতে হবে।

আমেরিকায় বসবাসরত ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই ? আজকে আমি এই নিবন্ধনের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠান।
আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আমেরিকা থেকে টাকা পাঠাতে পারেন বিকাশ ছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এর মত জনপ্রিয় ব্যাংক হিসেবে রয়েছে। এর মাধ্যমে আপনার টাকা পাঠাতে পারবেন ঘরে বসেই। এজন্য আপনাকে অনুমোদিত এবং ব্যাংক। ব্রাঞ্চ মানি এক্সচেঞ্জ এজেন্টের কাছে যেতে হবে।
তারাই আপনাকে সকল ধরনের কাজ সম্পাদন করে দেবে। তাহলে বন্ধুরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। কিভাবে আপনারা ঘরে বসেই আমেরিকা আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন।

![[দেখুন] রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708556763.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![[Check] পাসপোর্ট দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708905195.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত [সকল তথ্য এখান থেকে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893095247.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস [পাওয়ার পদ্ধতি থেকে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646289631322.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫ [উদাহরণসহ দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482443394.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)