বিকাশ একাউন্ট খোলার নিয়ম (অনলাইনে, বাটন মোবাইলে, অ্যাপ ছাড়া, ঘরে বসে)

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেনদেনের নাম হচ্ছে বিকাশ। চালু হওয়ার পর পরে মানুষের জীবনে আমূল পরিবর্তন এসে গিয়েছে। আপনি চাইলে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। আগে নির্দিষ্ট কোন পয়েন্টে গিয়ে বিকাশ একাউন্ট খোলা যেত।
কিন্তু আপনারা বর্তমান সময়ে ঘরে বসেই শুধুমাত্র স্মার্ট ফোন ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে পারবেন নতুন bkash একাউন্ট খোলা একদম সিম্পল। বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন
এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন। নিজের ফোন থেকেই বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করে তাহলে বন্ধুরা চলুন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
বিকাশ একাউন্ট খোলার জন্য বেশ কিছু পদ্ধতি আপনাদের সামনে অনুসরণ করতে হবে এবং নির্দিষ্ট কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। যেমন মোবাইল ফোন এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি।
এ দুটি ডকুমেন্ট থাকলে আপনি খুব কম সময়ের মধ্যে ঘরে বসে নিজের বিকাশ একাউন্ট খুলে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনা শুরু করা যাক মোবাইলে বিকাশ অ্যাপ দিয়ে পার্সোনাল একাউন্ট তৈরি করা খুব সহজ।
নিয়ম অনুসারে বিকাশ অ্যাপ ডাউনলোড করলেই একাউন্ট থেকে আপনারা ১০০ টাকা ফ্রি পাবেন। বিকাশে অ্যাপটি ওপেন করার পর এক নং চিত্রের মতো একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে লগইন বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
তারপর আপনার অ্যাকাউন্ট একটি ভেরিফিকেশন নাম্বার। আসবে সে ভেরিফিকেশন এর নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এর পরবর্তীতে আপনাকে জাতীয় পরিচয় পত্র এর উপরের পৃষ্ঠা ছবি তুলতে সাবমিট করতে হবেম
তারপর পরের পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করতে হবে। এর পরবর্তীতে আপনাকে অবশ্যই একটি সেলফি তুলতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
আপনার অনেক সময় ইন্টারনেটে জানতে চাই যে বাটন মোবাইলে কিভাবে বিকাশ একাউন্ট খোলা যায়। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বিকাশ একাউন্ট খোলার বিস্তারিত আলোচনা করব।
আপনার বাটন মোবাইল ফোন থেকে *147# ডায়াল করলে আপনি Active Menu Pin অপশন দেখতে পাবেন। সেখানে টাইপ করে Send করুন। এরপর আপনার বিকাশ একাউন্ট এর জন্য ৫ সংখ্যার পিন নম্বর টাইপ করুন।
পুনরায় ঐ “৫” সংখ্যার পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। পাঁচ সংখ্যার এমন একটি পিন ব্যবহার করুন যে নাম্বারটি কোন সময় অন্য কেউ বুঝতে না পারে। আপনার আবার অনেক সময় ইন্টারনেটে এসে
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বিকাশের এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।
আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বিকাশ এজেন্ট ব্যবসার ক্ষেত্রে এজেন্ট একাউন্টে মিনিমাম ব্যালেন্স ৭ হাজার টাকা থাকতে হবে। প্রতিদিন দুই হাজার টাকা পর্যন্ত লেনদেন হতে হবে।
এক্ষেত্রে টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট যে কোন ভাবে লেনদেন হতে পারে। বিকাশ এজেন্টের দৈনিক কিছু পার্সোনাল একাউন্ট খুলতে হয়। তবে সেটা তেমন কষ্ট সাধ্য নয়। একজন এজেন্ট পার্সোনাল অ্যাকাউন্টের
মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অনেক কাস্টমারকে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলে দিতে পারে। আশা করি বন্ধুরা, এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে কাঙ্খিত প্রশ্ন জবাব দিতে পেরেছি।
![[See] বিকাশ একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম ক্লিক করে দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631907641.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ২০২৫ [ক্লিক করে দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708005537.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস ২০২৫ [এখুনি দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893241729.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![শিওর ক্যাশ একাউন্ট বন্ধ করার নিয়ম [সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646148150092.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

