ব্লুটুথ মাউথ স্পিকার দাম ২০২৪ (12, 16, 8 ইঞ্চি)
দিন দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবন যাপন অনেকটাই সহজ হয়ে উঠছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ এখন অনেক উন্নত মানের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করছে। যার কারণে মানুষ খুব সহজে এখন বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করতে পারে।
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মাউথ স্পিকার তৈরি করেছে। সেই সাথে তারা ব্লুটুথ স্পিকার ও তৈরি করেছে। আর আমরা এখানে আজকে ব্লুটুথ মাউথ স্পিকার নিয়ে আলোচনা করব।
এছাড়াও আমরা এখানে ব্লুটুথ মিনি স্পিকার এবং বাজারে সেরা ব্লুটুথ স্পিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ মাউথ স্পিকার এর দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ দেখতে পারেন।
এই পোস্টটি থেকে আপনারা বিভিন্ন মডেলের ব্লুটুথ স্পিকারের দাম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। মানুষ বিভিন্ন কারণে মাউথ স্পিকার ব্যবহার করে থাকে। যেমন, কোন অনুষ্ঠান বা প্রোগ্রামে মাউথ স্পিকার এর প্রয়োজন হয়।
অনেক সময় কোন সভাতে বক্তৃতা দেয়ার ক্ষেত্রেও মাউথ স্পিকার এর প্রয়োজন হয়। এছাড়া আরো বিভিন্ন কাজে ক্ষেত্রে মাউথ স্পিকার এর প্রয়োজন হয়। আগে যে সকল মাউথ স্পিকার ব্যবহার করা হতো সেগুলো ছিল তার যুক্ত মাউথ স্পিকার।
যার কারণে সেই সকল মাউথ স্পিকারগুলো সব জায়গাতেই বহন করা যেত না বা খুবই কষ্টকর ছিল। আর মানুষের এই কষ্টকে দূর করার জন্য প্রযুক্তি নতুন ধরনের কিছু মাউথ স্পিকার মানুষের সামনে নিয়ে এসেছে।
বিশ্বের অনেক উন্নত ব্র্যান্ডগুলো এখন বিভিন্ন ধরনের ব্লুটুথ স্পিকার তৈরি করছে। আর এই সকল স্পিকার গুলো খুব সহজে ব্যবহার করা যায়। এটিতে কোন তার সংযুক্ত থাকে না। তার বিহীন ব্লুটুথ স্পিকার হওয়ায় এটি যে কোন জায়গাতে বহন করা যায়।
আপনারা যারা বিভিন্ন মডেলের ব্লুটুথ স্পিকারের নাম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন মডেলের কতগুলো ব্লুটুথ স্পিকারের নাম প্রকাশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো দেখতে পারবেন।
ব্লুটুথ মাউথ স্পিকার এর পাশাপাশি এখন আমরা বাজারে ব্লুটুথ মিনি স্পিকার ও দেখতে পাই। যেগুলো আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারি এবং যেগুলোর মাধ্যমে আমরা মোবাইল থেকে
বা অন্য কোন ডিভাইস থেকে ব্লুটুথ সংযোগ করে যেকোনো ধরনের গান শুনতে পারি। আমরা এখানে কতগুলো মিনি স্পিকারের দাম প্রকাশ করবো। যেমন- HiFuture SoundMini Portable Bluetooth Speaker এই মডেলটির দাম হচ্ছে 2250 টাকা।
Aigo T98 Wireless Bluetooth Speaker এটির দাম হচ্ছে 800 টাকা। এছাড়াও রয়েছে Lenovo Thinkplus K3 Mini Bluetooth Speaker। এই ব্লুটুথ মিনি স্পিকারটির দাম 850 টাকা।
Xiaomi Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global Version White এটির দাম হচ্ছে 1050 টাকা। অনেকেই আছেন যারা ব্লুটুথ স্পিকার কিনতে চান।
কিন্তু তারা জানেন না যে বাজারে সবচেয়ে ভালো ব্লুটুথ স্পিকার কোনগুলো। তাই আমরা এখানে বাজারের সেরা কতগুলো ব্লুটুথ স্পিকারের নাম প্রকাশ করব। আর এই সকল ব্লুটুথ স্পিকার গুলোর
মধ্যে রয়েছে জেবিএল ক্লিপ, পিউর ভোকা, সনিএসআরএক্স১১, ব্রাভেন লাক্স, ইত্যাদি। এই ব্লুটুথ স্পিকারগুলো খুবই ভালো হয়ে থাকে এবং দীর্ঘ সময় ধরে এগুলো ব্যবহার করা যায়।