জনশুমারি ও গৃহগণনা ২০২৫ PDF নিয়োগ বিজ্ঞপ্তি এবং ফলাফল (এখানে দেখুন)

জনশুমারি ও গৃহগণনা ২০২৫ PDF নিয়োগ বিজ্ঞপ্তি এবং ফলাফল (এখানে দেখুন)

1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত প্রায় ছয় বার বাংলাদেশে আদমশুমারি বা জনসুমারী অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা এই পোস্টে জনশুমারি ও গৃহগণনা ২০২৫ এর বিষয়ে আলোচনা করব।

আপনি যদি জনসুমারি ও গৃহগণনা ২০২৫ এর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে 1974, 1981, 1991, 2001, 2011, 2022 সালে  সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ অনুষ্ঠিত হওয়া 2022 সালের আদমশুমারি রিপোর্ট কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। 2022 সালের 15 জুন থেকে 21 জুন পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।

এবছরের আদমশুমারির প্রতিপাদ্য ছিল জনশুমারী রে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। আদমশুমারি অনুযায়ী 2022 সালে মোট জনসংখ্যা ছিল 16 কোটি 51 লাখ 616 জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ছিল 49.5% মহিলাদের সংখ্যা ছিল 50%।

বাকি অবশিষ্ট অংশও ছিল হিজরা বা সাধারণ লিঙ্গধারী। এক্ষেত্রে গ্রামে বাস করেন 11 কোটি 30 লাখ 63 হাজার 587 জন। শহরে বাস করেন 5 কোটি 20 লাখ 9 হাজার 72 জন। তাছাড়া ঢাকা বিভাগে বসবাস করেন 4 কোটি 40 লাখ মানুষ।

আদমশুমারি রিপোর্ট অনুযায়ী পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 98ঃ 100। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.22 পার্সেন্ট। তাছাড়া জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন।

বাংলাদেশে ধর্মভিত্তিক জনসংখ্যা ছিল মুসলিমদের সর্বোচ্চ যার পরিমাণ হচ্ছে 91.4 পার্সেন্ট, হিন্দুদের পরিমাণ হচ্ছে 7.95 পার্সেন্ট, বুদ্ধদের পরিমাণ হচ্ছে 0.1 পার্সেন্ট, খ্রিস্টানদের পরিমাণ হচ্ছে 0.3 পার্সেন্ট এবং অন্যান্যরা হচ্ছে 0.12 পার্সেন্ট।

বাংলাদেশের প্রতি 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। আদমশুমারি হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার পুরুষ  নারী দের হিসাব। সেই সাথে নারী-পুরুষের বেকারত্বসহ আরও বিভিন্ন রকমের হিসাব আদমশুমারী এর  মাধ্যমে করা হয়ে থাকে।

জনশুমারি ও গৃহগণনা ২০২৫

জনসুমারি ও গৃহ গণনা ২০২৫ এর পিডিএফ ফাইল আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। আপনি যদি ২০২৫ এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আপনি চাইলে সেটি প্রিন্ট করেও রেখে দিতে পারবেন। জনশুমারি ও গৃহ গণনা করার জন্য প্রতি আদমশুমারি পূর্বে জনবল নিয়োগ দেওয়া থাকে। এটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে।

আপনি যদি 2031 সালে অনুষ্ঠিত আদমশুমারির একজন সদস্য হতে চান তাহলে 2030 সালে জনসমারি ও গৃহ গণনার নিয়োগ বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। এবং আপনি চাইলে সেখানে আবেদন করে গুনানিতে অবদান রাখতে পারবেন।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। তাছাড়া জনশুমারি ও গৃহ গণনা সম্পর্কে বিভিন্ন নোটিস বা তথ্য জানতে চাইলে নিচের লিংকটিতে প্রবেশ করুন www.sid.gov.bd।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।