সার্টিফিকেট বাবার নাম সংশোধন করার নিয়ম (এখানে দেখুন)

কোন কারণে সার্টিফিকেটের যদি বাবার নাম ভুল এসে থাকে সেটা সংশোধন করা খুবই জরুরি। কারণ এ সার্টিফিকেটের নাম অনুসারে আপনার জীবনের সকল ধরনের সার্টিফিকেটের নাম তৈরি করা হয়
তাই সার্টিফিকেটে কোন সময় কোন কারণে নাম ভুল আসলে। সেটা সংশোধন করে নেয়া উচিত এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে কিভাবে আপনারা অনলাইনে এবং সার্টিফিকেট এর বানান ভুল সংশোধন করবেন।
বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষায় পাসের পর প্রাপ্ত সনদপত্রে অনেকের নাম এবং অন্যান্য তথ্য ভুল থাকে। সেগুলো সংশোধন করতে শিক্ষা বোর্ডের যাতায়াত করা দুর্ভোগ পোহাতে হয়।
এতে অর্থ এবং শ্রম ব্যয় করতে হয়। তবে আপনি চাইলে এখন থেকে অনলাইনে কাজটি সেরে সারতে পারবেন। কিভাবে আপনার এই কাজটি করবেন। এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সাথেই থাকুন।
আপনার নাম্বার জন্মতারিখের ভুল সংশোধনের জন্য প্রথমে আইনজীবীর মাধ্যমে নোটারি এফিডেভিট করতে হবে। প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি 18 বছরের বেশি হয়।
তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারেন। প্রার্থীর বয়স যদি 18 বছরের পূর্ণ না হয় বা প্রার্থী যদি তার বাবা মায়ের নাম সংশোধন করতে চান। তাহলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর
বাবা কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বাংলা রিপাবলিক এর কাছ থেকে এফিডেভিট করতে হবে। এক্ষেত্রে 500 টাকার কম বেশি লাগতে পারে এবং এর পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীর সার্টিফিকেটের নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল, পরীক্ষা কেন্দ্রের নাম রোল নাম্বার, বোর্ডের নাম জন্ম তারিখ উল্লেখ করে যা সংশোধন করতে চান।
তা সংক্ষেপে উল্লেখ করতে হবে। এতে 300 টাকার মতো খরচ হতে পারে। তবে দুটি কাজ সম্পাদন করার পর আপনি যেই বা স্কুল বা কলেজে লেখাপড়া করেছে। সেটা সাহায্য লাগবে।
আপনার অনেকেই জানতে চান সার্টিফিকেটে কোন সময় কোন কারণে বাবার নাম ভুল আছে সেটা আপনারা কিভাবে সংশোধন করবেন। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব।
এই সকল তথ্য সংশোধন করার জন্য অনেক সময় আমাদের স্যারের কাছে তথা নিজের বোর্ড বরাবর যোগাযোগ করার প্রয়োজন পড়ে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে খুব সহজেই
ঘরে বসে সার্টিফিকেটের ভুল তথ্য সংশোধন করা যেতে পারে। তাই আপনি যদি সার্টিফিকেট সংশোধন করার অনলাইনে অনুসন্ধান করে থাকেন তাহলে এই নিবন্ধে আপনি সকল তথ্য পেয়ে যাবেন।
সার্টিফিকেটে জন্ম সাল অথবা বাবা মায়ের নাম ভুল আসতে পারে। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের শেখাবো। কিভাবে আপনারা সার্টিফিকেট আমার নাম এবং জন্ম সনদ সংশোধন করবেন। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
তাহলে আপনার সার্টিফিকেট এর বিভিন্ন সমস্যার সংশোধন করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। প্রথমে কোন বোর্ড পরীক্ষার জন্য নাম পরিবর্তন করবেন তার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে কিংবা অনলাইনে সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য আবেদন ফি জমা দিতে হবে। স্কুল কলেজ থেকে আবেদন টি ফরওয়ার্ড করে নিতে হবে। আবেদনের প্রেক্ষিতে নাম সংশোধন হয়ে গেলে তখন ডকুমেন্ট এর জন্য আবেদন করতে হবে।

![সরকারি ছুটির তালিকা ২০২৫ [ক্লিক করে ডাউনলোড করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647583079504.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![অভ্র কিবোর্ড লেখার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] ক্লিক করে সহজ নিয়ম দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/xczcz.jpeg?resize=473%2C316&quality=100&ssl=1)
![মৌজা ম্যাপ তোলার নিয়ম [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/dsfdsf.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)

