সিজিপিএ গ্রেডিং পদ্ধতি ২০২৪ (সিজিপিএ বের করার পদ্ধতি)

সিজিপিএ গ্রেডিং পদ্ধতি ২০২৪ (সিজিপিএ বের করার পদ্ধতি)

সিজিপিএ এর পূর্ণ রূপ হচ্ছে কমলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। অপরদিকে জিপিএ এর পূর্ণরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ। যারা উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে জিপিএ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত সিজিপিএ 5.00  সর্বোচ্চ নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। অপরদিকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার বা রেজাল্টের মানকে সিজিপি আকারে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাধারণত সিজিপিএ

এর মান  4.00 হিসেবে কাউন্ট করা হয়। আজকে আমরা এ পোস্ট আলোচনা করব কিভাবে সিজিপি গ্রেডিং পদ্ধতি হিসাব করতে হয় সে বিষয়ে। তাছাড়া ক্রেডিট নাম্বার কি এ বিষয়ে আলোচনা করা হবে।

আপনি যদি এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। সিজিপিএ হচ্ছে একটি গ্রেডিং পদ্ধতি। যা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পয়েন্টকে প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে বেসরকারি বা সরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ক্রেডিট পয়েন্ট হিসাব করা হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ক্রেডিট পয়েন্ট ফিক্সড করা থাকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলে ক্রেডিট পয়েন্ট কম অথবা বেশি করে নিতে পারবেন। আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন সেই সাবজেক্টে একটি নির্দিষ্ট ক্রেডিট পয়েন্ট দেওয়া থাকে।

আপনি আপনার ইচ্ছামত বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন সেমিস্টারের ক্রেডিট পয়েন্ট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সুযোগ থাকবে না।

আপনি যদি 100 নাম্বারের একটি সাবজেক্টে পরীক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে 40 নাম্বার বা তার উপরে পেলে আপনি পাস করবেন। আপনি যদি 40 নাম্বারে কম পেয়ে থাকেন তাহলে আপনার  লেটার গ্রেড হবে F।

আপনি যদি 40থেকে 44 নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড হবে B এবং সিজিপি পয়েন্ট হবে 2.00। আপনি যদি 45 থেকে 49 পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড C এবং পয়েন্ট হবে 2.25।

সিজিপিএ গ্রেডিং পদ্ধতি

50 থেকে 54 পেয়ে থাকলে গ্রেড পয়েন্ট হবে 2.50। 55 থেকে 59 এর ক্ষেত্রে 2.75, 60 থেকে 64 এর ক্ষেত্রে 3.00, 65 থেকে 69 নম্বরের ক্ষেত্রে 3.25, 70 থেকে 74 নাম্বারের ক্ষেত্রে 3.50 এবং 75 থেকে 79 নাম্বারের ক্ষেত্রে 3.75,

আপনি যদি 80 বা তার উপরে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিজিপি হবে 4.00। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলেন ন্যাশনাল ইউনিভার্সিটি এর নিচের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সিজিপিএ এর গ্রেটিং পদ্ধতি সম্পর্কে আরো

বিস্তারিত জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অথবা আমাদের ওয়েবসাইটের অনন্য পোস্টগুলো দেখতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের

ওয়েবসাইটের অনন্য পোস্ট গুলো দেখতে পারেন। অথবা নিচের লিংকটিতে প্রকাশ করে ভর্তি বিষয়ক বিভিন্ন  তথ্য জানতে পারবেন  http://app1.nu.edu.bd। শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের  অন্যান্য পোস্টগুলো দেখুন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।