সরকারি বেতন স্কেল ২০২৪ (সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল)

সরকারি বেতন স্কেল ২০২৪ (সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল)

আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা সরকারি করতে চান। আর সরকারি চাকরি করার আগে অনেকে সরকারি চাকরির বা সরকারি বেতন স্কেল সম্পর্কে ধারণা নিতে চান। তাই আমরা আজকে এখানে সরকারি বেতন স্কেল,

সেই সাথে এখানে আমরা নবম গ্রেডে মোট বেতন কত এবং সরকারি বেতন স্কেল 2023 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা এই সকল বিষয়ে জানতে আমাদের এই পোস্টের সাথে থাকুন।

আমাদের দেশে বিভিন্ন অধিদপ্তর থেকে প্রতিবছরের সরকারিভাবে জনবল নিয়োগ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে এবং আমাদের দেশে যে সকল সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের চাকরির কিছু গ্রেড রয়েছে।

যেমন, সরকারি চাকরির সংখ্যা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এবং এই  গ্রেডগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন, প্রথম শ্রেণীর গ্রেড সংখ্যা হচ্ছে 1 থেকে 9 এবং দ্বিতীয় শ্রেণীর সংখ্যা হচ্ছে 10।

তৃতীয় শ্রেণীর গ্রেড হচ্ছে 11 থেকে 16 এবং চতুর্থ শ্রেণীর গ্রেড সংখ্যা হচ্ছে 17 থেকে 20। এই সকল গ্রেডের  বেতন স্কেল এর মধ্যে পার্থক্য হয়ে থাকে। আমাদের দেশের সরকার 2015 সালের দেশের সকল সরকারি চাকরিজীবীদের

কর্মকর্তাদের নতুন বেতন স্কেল তৈরি করেছে। অনেকে সরকারি বেতন স্কেল জানতে চান। যেমন, আমাদের দেশের প্রথম পর্যায়ে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন যেমন যাদের বেতন গ্রেড 2 তাদের মূল বেতন হচ্ছে সর্বনিম্ন ৬৩ হাজার থেকে

সর্বোচ্চ ছিয়াত্তর হাজার 490 টাকা। 3 গ্রেডের বেতন স্কেল হচ্ছে সর্বনিম্ন 56 হাজার 500 থেকে সর্বোচ্চ চুয়াত্তর হাজার চারশো টাকা। এগুলো ছাড়াও আপনারা যদি দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে থাকেন

অর্থাৎ, আপনার গ্রেড যদি 10 হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 16 হাজার থেকে সর্বোচ্চ 38640 টাকা। তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের অর্থাৎ, 11 গ্রেড এর বেতন স্কেল হচ্ছে 12500 থেকে 32 হাজার 240 টাকা।

১৩ গ্রেড এর বেতন স্কেল হচ্ছে 11 হাজার থেকে 26 হাজার 990 টাকা।  17 গ্রেড এর বেতন স্কেল হচ্ছে 9 হাজার থেকে 21 হাজার 800 টাকা। এই সকল মূল বেতন ছাড়াও প্রতিটি কর্মকর্তার আরো বিভিন্ন ধরনের ভাতা রয়েছে।

যেমন-চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাসা ভাড়া, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, উৎসব ভাতা ইত্যাদি। এই সকল ভাতা মিলিয়ে বেতন আরো অনেক বেশি হয়ে থাকে। আমাদের দেশে যারা 9ম গ্রেডের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে

সরকারি বেতন স্কেল

প্রথম পর্যায়ের বা প্রথম শ্রেণীর কর্মকর্তা বলা হয়ে থাকে। 2015 সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড এর সরকারি কর্মকর্তাদের মূল বেতন হচ্ছে সর্বনিম্ন 22 হাজার টাকা। এই মূল বেতন এর সাথে প্রতিবছর প্রত্যেক  সরকারি কর্মকর্তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি পায়।

আর ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে পেতে তাদের সর্বোচ্চ বেতন হচ্ছে 53 হাজার 60 টাকা। এই সকল  বেতন ছাড়াও বিভিন্ন ধরনের ভাতা মিলিয়ে নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার মোট বেতন পড়বে সর্বোচ্চ 60 থেকে 65 হাজার টাকা।

আপনারা যারা 2023 এর সরকারি বেতন স্কেল সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্টের উপরের অংশটুকু সম্পূর্ণ দেখুন। কারণ আমরা আমাদের এই পোস্টে 2023 সালের বেতন স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আপনারা যদি সরকারের বেতন স্কেল ছাড়াও সরকারি চাকরির সার্কুলার দেখতে চান বা জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। কারণ আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির সার্কুলার আপডেট প্রকাশ করে থাকি।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।