বাম চোখ লাফালে কি হয় (মেয়েদের, পুরুষের) ইসলাম কি বলে

বাম চোখ লাফালে কি হয় (মেয়েদের, পুরুষের) ইসলাম কি বলে

অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আমাদের বিভিন্ন রকমের সংকেত দিয়ে থাকে। সেরকম ভাবে অনেক সময় আমরা খেয়াল করলে দেখব যে আমাদের বাম চোখ হয়তো লাফাচ্ছে বা নড়ছে। আমরা অনেকেই বাম চোখ লাফানোটাকে

শুভ বা অশুভ এবং কল্যাণ-অকল্যানের সাথে তুলনা করে থাকি। আজকে আমরা এই পোস্টে বাম চোখ লাফালে কি হয় সে বিষয়ে আলোচনা করব। বাম চোখ লাফালে কোন রকমের শুভ অশুভ বিষয় রয়েছে কিনা।

সেই সাথে বাম চোখ লাফানোর বিষয়ে ইসলাম কি বলে সেই বিষয়ে পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

আশা করি এই পোস্টটি পড়লে আপনি বাম চোখ লাফানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা পেয়ে যাবেন। অনেক সময় আমাদের বাম চোখ এমনিতেই লাফায়। আমাদের গ্রামের বা গ্রামাঞ্চলের মুরুব্বীরা বলে থাকে বাম চোখ বা ডান চোখ লাফানোর মধ্যে মঙ্গল

এবং অমঙ্গলের বিষয় রয়েছে। তাদের মতে, ডান চোখ লাফালে মঙ্গল হয় এবং বাম চোখ লাফালে অমঙ্গল হয় যা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার অবগতির জন্য জানাচ্ছি আমাদের ইসলামে বলা আছে, মানুষের ভাগ্য

অর্থাৎ মানুষের কল্যাণ-অকল্যাণ, মঙ্গল ও মঙ্গল সবকিছুই আল্লাহ তাআলার হাতে। তিনি সবকিছু নির্ধারণ করেন। এখানে  বাম চোখ লাফানো এবং ডান চোখ লাফানোর মাধ্যমে আল্লাহ তালার সাথে শিরক করা হচ্ছে।

কেননা আমরা মনে করি ডান চোখ লাফালে ভালো কিছু হবে এবং বাম চোখ লাফালে খারাপ কিছু হবে। যা কখনোই সম্ভব নয় বা বাস্তবসম্মত নয়। কখন কি ঘটবে সেটা শুধুমাত্র আল্লাহতাআলা নিজেই জানেন।

আমাদের শরীর অথবা কোন অঙ্গ-প্রত্যঙ্গ সে বিষয়ে আমাদের কোন রকম ধারণা দিতে পারে না। নারী-পুরুষদের ক্ষেত্রে একই রকম ভাবে বাম চোখ লাফালে কোন রকম অমঙ্গল  মঙ্গল ঘটনা  ঘটে না। তবে চোখের পাতা কাপার বেশ কারণ রয়েছে।

বাম চোখ লাফালে কি হয়

বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরের উপর অতিরিক্ত স্ট্রেস পড়লে বা অতিরিক্ত প্রেসার পড়লে আমাদের চোখের পাতা কাপতে পারে। অনেক সময় দীর্ঘ সময় ডিজিটাল পর্দার আলো চোখের পড়লে চোখের পাতা কাপতে পারে।

এছাড়া ঘুম কম হলে অনেক সময় চোখের পাতা কাপে বা লাফায়। ধূমপান বা মধ্যপানের ফলে চোখের পাতা লাফানো স্বাভাবিক। এছাড়াও রোজ বা প্রতিদিন যদি আপনি অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন বা কফি গ্রহণ করেন তাহলে আপনার চোখের পর্দা লাফাতে পারে।

তাই চোখের পর্দা লাফানোর সাথে মঙ্গল বা অমঙ্গল কোন কিছুই জড়িত  নয়। ছেলেদের এবং মা মেয়েদের চোখ ফের পাতা লাফানোর সাথে কোন রকমের সম্পর্ক নেই তাছাড়া চোখের পাতা লাফানো কোন মঙ্গল

বা মঙ্গল-বয়ানে না এটা আমাদের শরীরের একটি সাধারণ অঙ্গ হিসেবে এবং উপরোক্ত কারণে আমাদের চোখের পাতা লাগাতে পারে তাই এ সকল ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।