পিডিবি বিদ্যুৎ বিল রেট ২০২৪ (প্রিপেইড মিটার ইউনিট রেট bpdb)
অবশেষে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। দাম বাড়ানো হয়েছে ৫০ পয়সা থেকে 97 পয়সা। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে প্রথম ধাপে চার টাকা বেড়ে চার টাকা ১৯ পয়সা, দ্বিতীয় ধাপে পাঁচ টাকা ৪৫ টাকা থেকে বেড়ে দুই টাকা 72 পয়সা,
এবং তৃতীয় ধাপে পাঁচ টাকা 7 পয়সা থেকে 6 টাকা এবং চতুর্থ ধাপে ছয় টাকা দুই পয়সা থেকে ছয় টাকা 34 পয়সা এবং পঞ্চম ধাপে ৯ টাকা ৩০ পয়সা থেকে ৯ টাকা ৯৪ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে
দশ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পিডিবি গ্রাহক পর্যায়ে এবং পাইকারি এবং খুচরা পর্যায়ে কত টাকা বাড়ল। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল
আপনার অনেক সময় পিডিবির বিদ্যুৎ মূল্য সম্পর্কে জানতে ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে গৃহস্থালি শিল্প বাণিজ্য এবং আবাসিক খাতে কত টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি পেল তা জানাবো।
গৃহস্থালির পাশাপাশি দাম বেড়েছে কৃষি সেচ, শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। নতুন দাম অনুযায়ী কৃষিতে ইউনিট প্রতি ১৬ পয়সা দাম বেড়েছে। আগে কৃষি সেচে এক ইউনিট বিদ্যুতের দাম ছিল ৪ টাকা।
এখন তা হয়েছে চার টাকা ১৯ পয়সা। এর আগে সেচে দাম বাড়ানো না হলেও ২০১৭ সালে সর্বশেষ দাম বৃদ্ধির সময় তিন টাকা ৮২ পয়সা থেকে দাম বাড়িয়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
২০২৩ সালের ১২ই জানুয়ারি বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার ক্ষুদ্র শিল্পের জন্য নতুন দাম হচ্ছে ৮ টাকা ৫৩ পয়সা, অফ পিকে ৬০ টাকা ৮০ পয়সা এবং পিক আওয়ারে দশ টাকা চব্বিশ পয়সা, নতুন দাম ইউনিট প্রতি ১২ টাকা, ধর্মীয় শিক্ষা
এবং তারতব্য প্রতিষ্ঠানের দাম হচ্ছে ৬ টাকা ২ পয়সা, রাস্তার বাতিতে ৭ টাকা ৭০ পয়সা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্ল্যাট ইউনিট ট্রেড অনুযায়ী ১০ পয়সা ৩০ টাকা অফ থেকে ৯ টাকা- 27 পয়সা এবং পিকে ১২ টাকা ৩৪ পয়সা।
আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আবাসিকে বিদ্যুৎ বিল ইউনিট কত টাকা নির্ধারণ করা হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন৷ বর্ধিত মূল্যহার বিশ্লেষনে দেখা যায়,
পাইকারি পর্যায়ে পিডিবিকে বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিবে সরকার। আগামী এক বছরে ৭ হাজার ১৩৫ কোটি কিলোওয়াট বিদ্যুত্ বিক্রি করবে বিতরণকারী সংস্থা-কোম্পানিগুলো। বিক্রি থেকে তাদের রাজস্ব আয় হবে ৫০ হাজার ৮৭২ কোটি টাকা।
এতে তাদের মুনাফা হবে প্রায় ২ হাজার কোটি টাকা। অর্থাৎ প্রাক্কলন অনুযায়ী বিদ্যুৎ খরচ হলে বছরে এই ২ হাজার টাকা বাড়তি খরচ হবে জনগণের পকেট থেকে। আশা করি বন্ধুরা, এই পোস্টের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পেরেছি।