সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ, স্ট্যাটাস (সন্তানের মঙ্গলের জন্য দোয়া)

সন্তান আল্লাহ তায়ালার জন্য বিশেষ নিয়ামত এবং পিতা-মাতার নিকট আল্লাহ তায়ালা একটি বিশেষ উপহার। এখন আপনি যদি সন্তানের মঙ্গল চান। অবশ্যই সন্তানের জন্য দোয়া করতে ভুলবেন নাম আজকে আমরা
এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব। মা-বাবার পরম যত্ন এবং ভালবাসার সন্তান বড় হয়। কোন পরিমাপক যন্ত্র দিয়ে ভালোবাসার এমনি নির্ণয় করা সম্ভব না। সন্তানের কল্যাণের ছায়ার মতো লেগে থাকেন বাবা-মা।
তারা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন সন্তানের জন্য। মা-বাবা সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান যে দেশে বাস করে, সে দেশের নিরাপত্তার জন্যও দোয়া করবেন। পবিত্র কোরআনে এমন একটি দোয়ার উল্লেখ আছে।
সন্তানের জন্য কিভাবে উত্তম দোয়া করতে পারি। সন্তানের জন্য মা-বাবার দোয়া আল্লাহ সুবাহানাতালা কবুল করেন। মুসলমানের জন্য অপর মুসলিমের দোয়া আল্লাহ সুবাহানা তায়ালা কবুল করেন।
৪০ হাদিসের মাঝে একটি হাদিস আছে মায়ের পেটে বাচ্চা বেড়ে ওঠা প্রতি 40 দিন অন্তর ফেরেশতা আল্লাহ বলে থাকেন বাচ্চা এখন কোন হালে আছে। এই হাদিস পড়ার মনে হয়েছে সন্তান যখন গঠন হতে থাকে।
তখন তার জন্য দুয়া করার সবচাইতে বড় উত্তম সময়। আমি সন্তানের জন্য দোয়া করতাম অনেক কিছু চেয়ে। চাওয়ার কোন শুরু নাই শেষ নাই। চাইতাম আর সারাদিন উঠাবসা শুধু চাইতাম। ইয়া লাতীফু, ইয়া কারিমু, ইয়া রাহিম, ইয়া রাযযাক,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, তোমার রাসুলের আহলিয়া আর কন্যাদের মত নাসিব, ইমানী জজবা জিকির করা উচিত। আশা করি বন্ধুরা এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বুঝতে পেরেছি।
আপনি কি সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতে চান তাহলে আসুন। আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের সামনে সন্তানের জন্য ৫ টি দোয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
মা-বাবার কাছে সন্তান হলো হৃদয়ের স্পন্দন পৃথিবীতে সন্তান যখন প্রথম চোখ মেলে। তখন মা-বাবার খুশির অন্ত থাকে না। সেই সঙ্গে সন্তানের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে মা বাবার বাড়িতে চিন্তা যুক্ত হয়। শিশু সন্তানের জন্য সুস্থতা
এবং অসুস্থতা ভালো-মন্দ এবং উন্নতি অবনতির বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হয়। সন্তানকে এ সময় বিভিন্ন জাতি এবং অনির্দিষ্টতা থেকে রক্ষা করতে মায়েরা প্রচলিত কুসংস্কার নানা উপায় উপকরণ অবলম্বন করে থাকেন।
যা কোরআন হাদীসের দৃষ্টিতে অসমর্থিত। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে সন্তানের মঙ্গলের জন্য কি কি দোয়া করতে হয়। তার একটি বিস্তারিত তথ্য আলোচনা করব।