[Check] রকেট একাউন্ট দেখার নিয়ম
![[Check] রকেট একাউন্ট দেখার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645719324407.jpg?fit=1080%2C810&quality=100&ssl=1)
আপনারা হয়তো ভেবে থাকতে পারেন যে কিভাবে রকেট একাউন্ট টি ব্যবহার করতে হয় এবং কিভাবে রকেট একাউন্ট চেক করতে হয় । বিভিন্ন ধরনের বিল পরিশোধ যেমনঃ ইলেকট্রিক গ্যাস বিল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন,
ভর্তি ফি এবং ব্যাংক আবেদন ফি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয় । তাহলে আপনার জানা উচিত কিভাবে রকেট একাউন্ট দেখতে হয় আপনারা দুইভাবে রকেট একাউন্ট চেক করতে পারেন । একটি অ্যাপের মাধ্যমে আরেকটি হচ্ছে কোড *322#। ডায়াল এর মাধ্যমে।
তবে রকেট অ্যাপ এর মাধ্যমে একাউন্ট চেক করার সবচাইতে সহজ। আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে তাদের বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
রকেট একাউন্ট দেখার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব । আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন । রকেট একাউন্ট চেক করতে হলে আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে ।
আপনি এই কোডটি *322# ডায়াল করে রকেট একাউন্ট এর যাবতীয় তথ্য দেখতে পারবেন। এই কোডটি ডায়াল করার পরে বিল প্যাড, টপ-আপ ব্যালান্স , অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট, রেমিটেন্স , ক্যাশ আউট , মার্চেন্ট নামে বেশ কিছু অপশন পাবেন ।
সেখান থেকে আপনারা 5 নাম্বার অপশনটি সিলেক্ট করবেন। 5 নাম্বার অপশন সিলেক্ট করার পর আপনাকে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে রকেট এর পিন নাম্বার দিতে হবে । পিন নাম্বার দিলেই রকেট একাউন্ট চেক করতে পারবেন।
আপনার অনেকে জানতে চাচ্ছিলেন যে , কিভাবে একটি রকেট একাউন্ট খোলা যায় । আপনি চাইলে ঘরে বসেই রকেট একাউন্ট খুলতে পারবেন । এছাড়া নিকটস্থ এজেন্ট থেকে রকেট একাউন্ট খোলার পদ্ধতি আছে । রকেট একাউন্ট পরিষেবা পয়েন্ট থেকে রকেট একাউন্ট খোলা যায় ।
এছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন । এক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে রকেট এর অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে । সেখানে গিয়ে জাতীয় পরিচয় পত্রের ছবি সফলভাবে দেওয়ার পর আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
এক্ষেত্রে আপনার একাউন্ট সচল হতে আধাঘণ্টা থেকে 3 ঘন্টা সময় নিতে পারে । এরপর আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ আসবে । এরপর আপনার একাউন্টের পিন নাম্বার সঠিকভাবে দিয়ে আপনার একাউন্টে ব্যবহার করতে পারবেন।

আপনাদের হয়তো কোন ধরনের জাতীয় পরিচয় পত্র নেই । কিন্তু জন্ম নিবন্ধন তো সবার আছে। আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খুলতে পারবেন । জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খুলতে হলে আপনার জন্ম নিবন্ধন এর ফটোকপি
নিয়ে এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারের চলে যাবেন। এভাবে আপনি আপনার রকেট একাউন্ট খুলে দিতে পারবেন। তবে যাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদের বাবা-মার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হতে পারে।
*167# ডায়াল করে, রকেট অ্যাপের মাধ্যমে , এজেন্টের মাধ্যম ঈদের উপায় আপনারা রকেট একাউন্ট খুলে দিতে পারবেন। রকেট একাউন্ট খোলার জন্য বিস্তারিত তথ্য জানতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের অফিস হেল্পলাইন 1616 নাম্বারে যোগাযোগ করুন।
![[দেখুন] অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631851765.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![[See] রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় এবং সর্বনিম্ন কত টাকা পাঠানো যায়](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708848276.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![[See] বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893355353.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার [এখানে ক্লিক করে দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646148238678.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

