স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৫ [ক্লিক করে দেখে নিন]

স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম ২০২৫ [ক্লিক করে দেখে নিন]

ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র ধর্ম। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। যেমন-কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত হচ্ছে পঞ্চম স্তম্ভ। যাকাত আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত।

তবে আল্লাহ প্রত্যেক ব্যক্তির উপর যাকাত ফরয করেননি। আল্লাহ তাআলার অন্যান্য সুন্নত ও নফল ইবাদত গুলোর চেয়ে ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি। যাকাত কিভাবে দিতে হয়, যাকাত কি এবং কোন কোন সম্পদের উপর যাকাত দেওয়া ফরজ

এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কতগুলো আয়াত নাযিল করেছেন। এ আয়াতে যাকাত সম্পর্কিত সকল বর্ণনা দেওয়া হয়েছে অনেক মুসলমান ব্যক্তিরাই জানেনা কিভাবে সঠিক নিয়মে যাকাত আদায় করতে হয়।

তাই আজকে আমরা আমাদের এই পোস্টে যাকাত সম্পর্কিত সকল বিষয়ে আলোচনা করব। আপনারা যদি যাকাত সম্পর্কিত সকল তথ্য জানতে চান তাহলে আমাদের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা আপনাদের যাকাত সম্পর্কিত অনেক অজানা তথ্য জানতে পারবেন। ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে যাকাত অন্যতম। সাধারণত রমজান মাসে সকলে যাকাত দিয়ে থাকে।

কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস। এই মাসে যে যত বেশি দান খয়রাত করবে তার সওয়াব তত বেশি হবে। যাকাত দিলে সম্পদ হালাল হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। যাকাত অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি করা।

যাকাত হচ্ছে নিজস্ব সম্পদের কিছু অংশ আল্লাহর পথে দান করা। যাকাত দিতে হয় নিসাব অনুসারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদ দেওয়ার পর সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ বা সাড়ে 52 তোলা পরিমাণ

বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণে কারো কাছে যদি কোন সম্পদ এক চন্দ্র বছর পূর্তি পর্যন্ত নিজস্ব মালিকানায় থাকে তাহলে ঐ সম্পদকে যাকাতের নিসাব বলে। যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কতগুলো সম্পদ নির্ধারণ করে দিয়েছেন।

আল্লাহ তাআলার এই নির্ধারিত সম্পদের উপর যাকাত আদায় করা ফরাজ। এই সম্পদগুলো হচ্ছে নগদ গচ্ছিত অর্থ, প্রাইজবন্ড, শেয়ার মার্কেটে বিনিয়োগ ব্যবসা-বাণিজ্যে লভ্যাংশ, স্বর্ণ ও রৌপ্য, মূল্যবান ধাতু, সোনার অলংকার, রূপার অলংকার,

কৃষি জাত ফসল, খনিজ দ্রব্য। স্বর্ণের সম্পদের যাকাত নিয়ম হচ্ছে 20 দিনার বা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ বা এর বেশি স্বর্ণ থাকলে ওই স্বর্ণের শতকরা 2.5 শতাংশ বা 40 ভাগের 1 ভাগ পরিমাণ অর্থ যাকাত হিসেবে প্রদান করতে হবে।

কেউ যদি সঠিক নিয়মে যাকাত আদায় না করে তাহলে তার যাকাত আদায় করা হয় না। যাকাত বন্টন এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আটটি খাতের  কথা উল্লেখ করেছেন।

আর এই আটটি খাতে যাকাত প্রদান করতে হয়। যেমন-ফকির, মিসকিন, মুসাফির, নওমুসলিম আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, ক্রীতদাস, যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি।

স্বর্ণের যাকাত দিতে হয় সাড়ে সাত তোলা পরিমাণ বা 20 দিনার পরিমাণ স্বর্ণ থাকলে বা এর বেশি থাকলে। 20 দিনারে সোনার পরিমাণ থাকে 85 গ্রাম। আর আমরা জানি যে, এক ভরিতে সোনা থাকে 11.66 গ্রাম।

অতএব 85 গ্রাম এ হবে 7.29 ভরি সোনা। যাকাত সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আরো কতগুলো পোস্ট প্রকাশ করা হয়েছে। আপনার যদি যাকাত বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।
Bangla Master