শিওর ক্যাশ ব্যালেন্স চেক কোড [এখান থেকে জেনে নিন]
রূপালী ব্যাংকের নতুন ব্যাংকিং সিস্টেম চালু করেছে। যাকে বলা হয় শিওর ক্যাশ। আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক করা তথ্য এবং নিয়মাবলী আপনাদের সামনে উপস্থাপন করব।
আপনারা জেনে খুশি হবেন যে অপারেটরে ইউএসডি কোড আছে। শিওর ক্যাশ এর একাউন্ট চেক করতে হয় এক্ষেত্রে গ্রামীণফোন ব্যবহার করেন। তাহলে আলাদা সিস্টেম এবং এয়ারটেল সিম চেক করার জন্য আলাদা ইউএসএসডি কোড ।
রবি বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারবেন এবং টেলিটক সিমের জন্য আলাদা আলাদা ইউএসএসডি কোড ব্যালেন্স চেক করে নিতে পারেন। এছাড়া শিওর ক্যাশ এর অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে খুব কম সময়ের মধ্যে শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক করে নিতে পারবেন।
সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জানাব । কিভাবে আপনার গ্রামীণফোন সহ বিভিন্ন অপারেটরের শিওর ক্যাশ এর একাউন্ট চেক করবেন । আপনার যদি গ্রামীণফোনের অ্যাকাউন্ট চেক করতে চান তাহলে ডায়াল করুন *495# ।
এয়ারটেল সিমের ক্যাশ এর একাউন্ট চেক করতে *257# অথবা *270#। ডায়াল করুন রবি সিমে চেক করতে ডায়াল করুন *495#। বাংলালিংক সিমে চেক করতে ডায়াল করুন *495# ।
টেলিটক সিমের চেক করতে ডায়াল করুন*375# । তাহলে বন্ধুরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সকল তথ্য বিস্তারিত জানিয়ে দিলাম । যে কিভাবে আপনারা শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক করবেন।
আপনার অনেকে জানতে চাচ্ছেন, কিভাবে শিওর ক্যাশ এর একাউন্ট খোলা যায় । এরই ধারাবাহিকতায় আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা শিওর ক্যাশ এর একাউন্ট খুলতে চাই। পারবেন আপনি নিকটস্থ এজেন্ট পয়েন্টে এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে শিওর ক্যাশ একাউন্ট খুলে নিতে পারেন।
আপনি যদি বাটন ফোন ব্যবহার করেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনার নিকটস্থ এজেন্টের নিকট দেখা করুন। তারা আপনাকে বিনামূল্যে শিওর ক্যাশ একাউন্ট খুলে দেবে ।
এছাড়া আপনারা যারা মোবাইল অ্যাপের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খুলতে পারেন। তারা গুগল প্লে স্টোর থেকে শিওর ক্যাশ এর অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিন । এরপর পরবর্তী নির্দেশনা অনুসরন করে আপনার শিওর ক্যাশ এর একাউন্ট খুলে নিন।
বন্ধুরা , আপনারা অনেকেই জানতে চাচ্ছি, কিভাবে শিওরক্যাশ এর একাউন্ট চেক করা যায় । আজকে আমরা নিবন্ধনের মাধ্যমে তা উপস্থাপন করব । স্মার্টফোন ব্যবহারকারীরা খুব কম সময়ের মধ্যে শিওর ক্যাশ এর একাউন্ট চেক করতে পারে। এজন্য আপনাকে অবশ্যই শিওর ক্যাশ এর অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে ।
তারপর চার ডিজিটের পিন নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে। পিন নাম্বার দিয়ে প্রবেশ করার পর আপনারা সফল হবে এপে প্রবেশ করতে সক্ষম হবেন। তারপর ওখানে চেক ব্যালেন্স নামে একটি অপশন দেখতে পাবেন । সেখানে ক্লিক করলেই স্ক্রিনে আপনার শিওর ক্যাশ এ
কাউন্ট এর ব্যালেন্স কত আছে সেটা দেখে নিতে পারেন । তবে আপনি যদি শিওর ক্যাশ ব্যবহার করেন তাহলে দেখবেন, ভিন্ন ভিন্ন সিম কোম্পানির সিম অপারেটর এর জন্য ভিন্ন ভিন্ন ইউএসএসডি কোড রয়েছে, যেগুলো ডায়াল করে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে।