তাহাজ্জুদ নামাজের সূরা, দোয়া, তাসবিহ, মোনাজাত, ফজিলত এবং কোন সূরা পড়তে হয় দেখুন
মহান আল্লাহ তায়ালা প্রতিটি মুমিন বান্দা কে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কতগুলো সুন্নত ও নফল নামাজ আদায় করতে বলেছেন। এসব নফল ও সুন্নত নামাজের অনেক ফজিলত রয়েছে।
আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানকে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন সেগুলো হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন।
তাই প্রত্যেক মুসলমানের দৈনিক এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আবশ্যক। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যে সুন্নত ও নফল নামাজ আদায় করতে বলেছেন সেগুলো যদি কোন মুসলমান আদায় না করে তাহলে তার কোন গুনাহ হয়না।
আর যদি সে নামাজ আদায় করে তাহলে আল্লাহ অনেক খুশি হন। তাই প্রতিটি মুমিন বান্দাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু সুন্নত ও নফল নামাজ আদায় করা।
কোরআন মাজিদে উল্লেখিত নফল সুন্নত নামাজ গুলোর মধ্যে তাহাজ্জুদের নামাজ একটি। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা কুরআন মাজিদে কয়েকটি জায়গায় তাহাজ্জুদ নামাজের বর্ণনা করেছেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় মধ্যরাতে। তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয় রাত 12 টা থেকে এবং শেষ হয় ফজরের আগে। তাহাজ্জুদ নামাজ হচ্ছে সুন্নত। তাহাজ্জুদের নামাজ দুই থেকে 12 রাকাত পড়া যায়।
কেউ চাইলে তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়তে পারে। আবার কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত ও 2 রাকাত পড়তে পারে। তবে তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়া উত্তম। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তাহাজ্জুদে 8 রাকাত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ দুই দুই রাকাত করে আদায় করতে হয়। অনেকেই জানেনা যে তাহাজ্জুদের নামাজে কোন কোন সূরা পড়তে হয়। তাই আজকে আমরা আমাদের
এই পোস্টে আলোচনা করবো তাহাজ্জুদের নামাজ পড়তে হলে কোন সূরা পড়তে হয়। তাহাজ্জুদের নামাজে নির্দিষ্ট কোন সূরা নেই। কেউ চাইলে কুরআন মাজিদের যে কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে।
আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদের নামায আদায় করতেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ বা রাতের নামাজ আদায় করে তার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন।
কোন মুমিন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কোন মুমিন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া চাই তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন।
তাহাজ্জুদ নামাজ পড়তে হলে প্রথমে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ পড়তে হলে প্রথমে তাহাজ্জুদ নামাজের জন্য নিয়ত করে
আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরীমাহ্ বাধতে হয়। এরপর ছানা পড়ে সূরা ফাতিহা পড়তে হয়। এরপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হয়। রুকু দিতে হয়। সিজদাহ্ দিতে হয়।
পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতে একইভাবে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পরে রুকু, সেজদাহ্ দিয়ে তাশাহুদ পড়তে হয়। দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হয়। এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।