থানায় জিডি করার নিয়ম, খরচ, দরখাস্ত (অনলাইনে থানায় জিডি করার নিয়ম)
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো। কিভাবে থানায় জিডি করবেন। বর্তমান সময়ে থানায় জিডি করা একটি সহজ প্রক্রিয়া। থানায় না গিয়ে পরবর্তী কোন স্থান থেকে আপনার এলাকার থানার কাছে জিডি করতে পারেন।
কিভাবে এর প্রক্রিয়া সম্পন্ন করবেন। সে সম্পর্কে জানার জন্য ইন্টারনেট অনুসন্ধান করে থাকেন। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে দেখাবো। কিভাবে আপনারা থানায় জিডি করবেন এবং থানায় জিডি করতে হলে
কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। সে সম্পর্কে জানতে হবে। সর্বশেষ জিডি র নাম স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ তারিখ, ঠিকানা, লিখতে হবে। উল্লেখ্য জিডি দুই কপি করতে হবে। এক কপি নথিভুক্ত করার জন্য থানায় জমা দিতে হবে।
আরেক কপি নিজের কাছে রাখা লাগবে। কর্মকর্তা ছেলে এবং জিডির নম্বর সম্বলিত কপির যত্ন করে সংরক্ষণ করতে হবে। জিডি করতে থানায় কোন ধরনের ফি দিতে হয় না। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে থানায় জিডি করার নিয়ম
কানুন সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যার কারণে আমাদের অনেক সময় আইনের দ্বারস্থ হয়। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ আইন সম্পর্কে কম জানে।
যার ফলে বাংলাদেশের মানুষ অনেক হয়রানি পেতে হয়। তাই আজকে আমরা আলোচনা করব। আইনের একটি টপিক তা হলো জিডি। জিডি হল জেনারেল ডায়েরি বা অপরাধ বা অন্যান্য সংবাদ বিষয়ক রেজিস্টার।
জিডি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন কারণে হুমকি সম্পর্কে হলে, কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেলে, রাস্তায় চলার পথে কেউ আপনাকে উত্ত্যক্ত করলে ইত্যাদি
কারণে আপনাকে থানায় জিডি করার দরকার হতে পারে। কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে জানিনা। অনলাইনে থানায় জিডি করার নিয়ম সম্পর্কে জানার জন্য। আপনারা যারা ইন্টারনেট অনুসন্ধান করছেন আমাদের ওয়েব সাইটে আসুন।
যে স্থানে ঘটনাটি সংঘটিত হয়েছে। সে যায়গার আওতায় যে থানাটি রয়েছে। সেখানেই আপনাকে জিডি করতে হবে। নিজের এলাকার থানাকে প্রাধান্য দেওয়া উচিৎ। অন্যথায় পরবর্তীতে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে।
থানায় জিডি করার ক্ষেত্রে আপনাকে নিজের নাম এবং থানার নাম উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি সাদা কাগজে আবেদন পত্র জমা দিতে হবে। আবেদন পত্রটি অন্যান্য সাধারণ আবেদন পত্রের মতোই।
https://gd.police.gov.bd এ সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে জিডি করতে পারবেন। কোন কারনে আপনার জীবন যদি আসে হুমকির সম্মুখীন হয়ে থাকে। তাহলে আপনারা নিরাপত্তার খাতিরে থানায় চিঠি করতে পারেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে হুমকির কিভাবে করতে হয়। হুমকির জিডি করার নিয়ম। অনেক সময়ই অনেকে কোনো কোনো কাজের ক্ষেত্রে অনেকেই হুমকি দিয়ে থাকে।
এক্ষেত্রে যাকে হুমকি দেওয়া হয়েছে তারা অনেকটা ভয় পেয়ে যায় এবং এমন কিছু কাজ করে বসে যা ঠিক নয়, আবার অনেক সময় হুমকি দিয়ে জমি, টাকা ও নিয়ে নিতে চায় অনেকে। তো এক্ষেত্রে আমাদের সকলরই জিডি করা উচিত।