TNO এর বেতন কত ২০২৪
টিএনও এর পূর্ণরূপ হচ্ছে থানা নির্বাহী অফিসার। থানা নির্বাহী অফিসার হচ্ছে থানা পর্যায়ে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা। থানা পর্যায়ে প্রশাসনের কাজ মূলত থানা নির্বহী অফিসার করে থাকেন।
অর্থাৎ থানা পর্যায়ে আইন, শাসন, নিরাপত্তার দেখভালের দায়িত্ব থানা নির্বাহী অফিসারের। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, থানা নির্বাহী অফিসার এবং থানার ওসির দায়িত্ব ভিন্ন।
আজকে আমরা এই পোস্টে আলোচনা করবো টিএনও এর মাসিক বেতন কত সেই বিষয়ে। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন, তাহলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। থানা নির্বাহী অফিসারের পদটি মূলত ৯ম গ্রেডের একটি চাকরি।
১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত চাকরি হচ্ছে ১ম শ্রেনির কর্মকর্তা। এই পদে চাকরি করতে চাইলে আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে। শুধু তাই নয়, প্রশাসন ক্যাডার পেতে হবে। বিসিএস বিভিন্ন ক্যাডার সর্ম্পকে যাদের ধারণা নেই,
তারা আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলো দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে কয়েকটি পোস্ট প্রকাশ করা হয়েছে। তাই দেরি না করে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন।
বিসিএস ক্যাডার থেকে যারা প্রশাসন ক্যাডার পেয়ে থাকে, তারা মূলত থানা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী জেলা প্রশাসক পদে যোগদান করতে পারে। তবে সেজন্য তাদেরকে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষন গ্রহন করতে হবে।
যারা বিসিএস ক্যাডার হতে চান, তাদের পছন্দের শীর্ষে অবস্থান করে প্রশাসন ক্যাডার। আর সকল বিসিএস ক্যাডারের যোগদান এর সময় যেই পোস্টে যোগদান করে সেই পোস্টের গ্রেড হচ্ছে ৯ম গ্রেড।
আর ৯ম গ্রেডের চাকরির মূল বেতন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22000 টাকা। এই মূল বেতনের সাথে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাতা, টিফিন ভাতা সহ আরো বিভিন্ন ভাতা যুক্ত করে
মোট বেতন প্রায় 37000 থেকে শুরু করে 45000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে সিটি অঞ্চল এবং শহর বা গ্রাম অঞ্চলের উপর নির্ভর করে মোট বেতন কিছুটা কমবেশি হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে সিটি শহরে বাসা ভাড়া,
যাতায়াত ভাড়া ইত্যাদি গ্রাম অঞ্চলের চেয়ে তুলনামূলক বেশি হওয়ায় সিটি অঞ্লে মোট বেতন কিছুটা বেশি আসে। বস্তুত উপরোক্ত বেতনটি হচ্ছে মূলত চাকরিতে যোগদান কালে বেতন। ইনক্রিমেন্ট এর সাথে প্রতিবছর বেতন বৃদ্ধি পেতে থাকে।
তাই চাকরির 20 বা 25 বছর পর উক্ত ব্যক্তি 70 থেকে 80 হাজার টাকার বেশিও মাসে আয় করতে পারে। তবে এখানেই শেষ নয়। থানা নির্বাহী অফিসার পদে যোগদানের পর পরই সরকারিভাবে গাড়ি প্রদান করা হয়,
যা ঐ অফিসারের সাথে প্রতিনিয়ত থাকে। তাছাড়া উক্ত পদের ব্যাক্তির সাথে নিরাপত্তার স্বার্থে একজন নিরাপত্তারক্ষীও থাকেন বিশেষ ক্ষেত্রে। আপনি যদি এই পদে চাকরি করতে আগ্রহী থাকেন,
তাহলে অনার্সের পরেই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আবেদন করতে হবে এবং সেই সাথে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন চাকরির পদে কত বেতন হয়ে থাকে এই বিষয়ে আলোচনা করেছি।
আপনারা যদি পুুলিশ, জেলা প্রশাসক, থানা নির্বাহী অফিসার সহ বিভিন্ন পোসে্টর বেতন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন।