উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস [পাওয়ার পদ্ধতি থেকে জেনে নিন]
![উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস [পাওয়ার পদ্ধতি থেকে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646289631322.jpg?fit=1080%2C810&quality=100&ssl=1)
প্রিয় গ্রাহক সীমিত সময়ের জন্য উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করেছে । আপনারা দ্রুত উপায় একাউন্ট খুলে নিন এবং 50 টাকা অফার লুফে নিন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার নাম হচ্ছে উপায়ে।
উপায়ে মোবাইল ব্যাংকিং এ আপনি পাচ্ছেন নানাবিধ সুবিধা। তাই আজকে উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন উপায় মোবাইল ব্যাংকিং কোড উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন এবং দেখুন মোবাইল ব্যাংকিং এর আদ্যোপান্ত। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিকাশ রকেট একাউন্টের নানাবিধ সুবিধা রয়েছে । ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা চালু হবে আশা করা যায়।
আপনারা যারা নতুন গ্রাহক রয়েছে। উপায় অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা 50 টাকা বোনাস পাবেন । কিভাবে আপনি আপনার এ কাজটি সম্পন্ন করবে। সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ।
50 টাকা অফার পেতে হলে আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে উপায় আপনার ডাউনলোড করতে হবে । এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে । এজন্য আপনাকে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
অ্যাপ ওপেন করার পরের রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাবেন । যে নাম্বারে উপায় এখন খুলে চান সেই নাম্বারটি লিখুন। নিচের থেকে আপনার নম্বরটি কোন অপারেটরের অধীনে, সেটা সিলেক্ট করে ভেরিফাই নাম্বার এ ক্লিক করুন।
এরপর আপনার ফোনে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এরপর আপনাকে চতুর্থ ধাপের জাতীয় পরিচয় পত্রের উপরের এবং পেছনের অংশের ছবি তুলতে হবে। একটি সেলফি দিয়ে চার ডিজিটের পিন নাম্বার সিলেক্ট করতে হবে।
এর পরপরই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে 50 টাকা হয়েছে। অথবা যারা এখনো পাননি।, তারা 7 কর্মদিবসের মাধ্যমে উপায় এর 50 টাকা অফার পাবেন।
উপায় একাউন্টে যথাযথ সুযোগ-সুবিধা নিয়ে আজকের আমাদের এই আর্টিকেল । এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। উপায় একাউন্টের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আছে । আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন।

উপায় একাউন্ট এর সুযোগ সুবিধা গুলো উপায় একাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল , কারেন্ট বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল সহজে প্রদান করা যায়। যেকোনো ধরনের কেনাকাটার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন নিশ্চিন্তে এই মোবাইল ব্যাংকিং সেবা দানকারী অ্যাপ্লিকেশনের সাহায্যে ।
চলাচলের ক্ষেত্রে যদি কোন ট্রাফিক আইন অমান্য করে থাকেন, তাহলে ট্রাফিক পুলিশ ফাইন নির্ধারণ করে থাকে। সে ট্রাফিক ফাইন আপনি সরাসরি প্রদান করতে পারবেন এর সাহায্যে।
আপনার অনেকে জানতে চাচ্ছিলেন উপায় ক্যাশ আউট চার্জ কত । আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে জানাবো । বর্তমান সময়ে উপায় অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট চার্জ। আপনারা উপরের এই কোডটি ডায়াল করে ক্যাশ আউট করতে পারবেন ।
আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম থেকে সর্বনিম্ন বিশ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। দিনে চারবার এ 25 হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আপনি যদি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চান ।
তাহলে প্রতি হাজার টাকা ৮ টাকা করে খরচ হবে । মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশ আউট করতে হলে আপনাকে 14 টাকা 50 পয়সা প্রতি হাজারে ক্যাশ আউট করতে পারবেন । তাহলে বন্ধুরা জানিয়ে দিলাম।
![জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [উদাহরণসহ দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631941582.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![[See] একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708054288.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম [ক্লিক করে চেক করে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893183892.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

![আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম [এখনই সঠিক পদ্ধতি দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482375893.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
