অভ্র কিবোর্ড লেখার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] ক্লিক করে সহজ নিয়ম দেখুন
![অভ্র কিবোর্ড লেখার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] ক্লিক করে সহজ নিয়ম দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/xczcz.jpeg?fit=473%2C316&quality=100&ssl=1)
আমরা কম্পিউটার থেকে মোবাইলে টাইপ করতে বেশি স্বস্তি বোধ করি। আমরা সাধারণত কম্পিউটারে টাইপ করি। হাতে স্মার্টফোন থাকে। তাই আমরা সহজেই স্মার্টফোনের মাধ্যমে বাংলা অথবা ইংলিশ টাইপ করি। যারা বাংলা টাইপিং করে।
তাদের অধিকাংশ মানুষ অভ্র সফটওয়্যার ব্যবহার করে থাকেন। ইহা এমন একটি সফটওয়্যার যা টাইপ করলে অটোমেটিক বাংলায় তে রূপান্তরিত হয় অর্থাৎ কনভার্ট হয়। তাই অনেকে জানতে চাই অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা যায়।
বাংলা ইংরেজিতে কনভার্ট করে সুন্দর বাংলা নাম লেখা যায় অভ্র সফটওয়্যার এর মাধ্যমে। আপনারা যদি ইংরেজি কিবোর্ড জানা থাকে। সেখানে বাংলা কিবোর্ড মুখস্ত করা লাগেনা আপনি ইংরেজি লিখে দিবেন।
সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে আপনি ইংরেজিতে যে অক্ষর লিখবেন সেটা বাংলায় টাইপ করতে পারেন। আপনারা চাইলে কম্পিউটার এবং মোবাইল ফোনে অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন।
আপনারা যদি কম্পিউটারে অভ্র কিবোর্ড ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট থেকে অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিতে হবে। অভ্র কিবোর্ড এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত
এবং অনেকের পছন্দের একটি সফট্ওয়ার যে কেউ এটা ব্যবহার করতে জানেন। কেউ জানে না কিভাবে কিবোর্ড ব্যবহার করতে হয়। বাংলা লেখার জন্য বিজয় 52 এবং অভ্র নামে দুটি সফটওয়্যার রয়েছে।
যার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে বাংলা টাইপিং করা যায়। তবে অভ্র মাধ্যমে টাইপিং করা সহজ। কারণ এতে বাংলা কিবোর্ড মুখস্ত করার প্রয়োজন হয় না। আপনারা শুধুমাত্র ইংলিশে কোন কিছু লিখে দিলেই
সেটা বাংলাতে কনভার্ট হয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র মেহেদী হাসান অভ্র কীবোর্ড সফটওয়্যার তৈরি করেন 2003 সালে।আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে অভ্র কিবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখার নিয়ম
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে অভ্র কিবোর্ডে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম পিডিএফ ফাইল গুলা দিয়েছি।
সেগুল ফলো করলে আপনার অভ্র কিবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখার নিয়ম সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক।
অভ্র কিবোর্ডে স্বরবর্ণ লেখার নিয়ম যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনাদের জন্যই। স্বরবর্ণ এর এগারটি স্বরবর্ণ অভ্র কিবোর্ড দিয়ে টাইপিং করতে পারবেন। নিচে কিছু ছবি দেওয়া হল।
এই ছবিগুলো দেখে আপনারা টাইপ করতে পারবেন। আপনার অনেকে জানতে চান অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা যায়। অভ্র কিবোর্ড এর একটি বিশেষত্ব হচ্ছে আপনারা যদি অভ্র কিবোর্ডে ইংরেজি টাইপ করেন।
তাহলে অটোমেটিক সেটা বাংলায় কনভার্ট হয়ে যায়। এক্ষেত্রে বাংলা কিবোর্ড আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হয় না। বিজয় বাংলা কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে হয় এবং বাংলা বিজয় 52 সফটওয়্যার দিয়ে
বাংলা টাইপিং করতে হলে কোন সুইচ এ কোন অক্ষর রয়েছে সেটা মুখস্থ করতে হয়। কিন্তু অভ্রতে এ ধরনের কোন ঝামেলা নেই। ইংরেজিতে কোন কিছু টাইপ করলে সেটা বাংলায় অটোমেটিক রূপান্তর হয়ে যাবে।
এক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ টাইপিং করা ভালোভাবে জানতে পারলে কাজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের কাছে সকল তথ্য জানিয়ে দিলাম।

![[দেখুন] একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে, এখানে ক্লিক করে দেখে নিন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/safdsaf.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)
![২০২৫ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা পিডিএফ [ডাউনলোড করতে ক্লিক করুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647583079504.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![বাংলা টাইপিং শেখার নিয়ম [ক্লিক করে] টাইপিং শেখার সহজ উপায় দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/2.jpeg?resize=640%2C360&quality=100&ssl=1)
![জমির নকশা কোথায় পাওয়া যায় [ক্লিক করে জানুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/asdadsas.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)
