বাংলালিংক এমবি চেক ২০২৪ কোড (এমবি কিভাবে দেখতে হয়)

বাংলালিংক এমবি চেক ২০২৪ কোড (এমবি কিভাবে দেখতে হয়)

কয়েক যুগ আগেও যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের সাথে যোগাযোগ করাটা ছিল খুবই দুষ্কর বা কঠিন কাজ সেখানে বর্তমান সময়ে তা খুবই সহজ হয়ে গিয়েছে। এর একটি প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন।

কারণ এখন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের সাথে কথা বলতে পারে। এছাড়া দেশের বাইরে মানুষের সাথেও যোগাযোগ করতে পারে। আর মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ

করার ক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনে একটি সিম থাকতে হয়। আমাদের দেশে অনেকগুলো সিম অপারেটর রয়েছে। এগুলোর মধ্যে বাংলালিংক অন্যতম। আমাদের দেশে বাংলালিংক এর অনেক গ্রাহক রয়েছে।

বাংলালিংক সিম ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বাংলালিংকের এমবি চেক করতে চান, বাংলালিংকে ব্যালেন্স চেক করতে চান এবং এমবি কিনতে চান। তাই আমার এখানে বাংলালিংকের এমবি চেক, বাংলালিংকে ব্যালেন্স চেক কোড

এবং বাংলালিংকে এমবি কেনার নিয়ম নিয়ে আলোচনা করব। আপনাদের কি একটি বাংলালিংক সিম রয়েছে? বা আপনারা কি বাংলালিংকের গ্রাহক? যদি বাংলালিংক এর গ্রাহক হয়ে থাকেন এবং আপনারা যদি আপনাদের মোবাইল

ফোনে এমবি বা মেগাবাইট কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে তা যাচাই করে দেখতে হবে। কারণ আপনারা যদি বাংলালিংক থেকে এমবি কিনেন সে ক্ষেত্রে আপনাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সেই এমবি দেওয়া হবে।

আপনার এমবির মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তারা আপনার বাংলালিংক সিম থেকে এমবি কেটে নেবে। তাই কারো সাথে কথা বলার পর বা মেয়াদ শেষ হওয়ার আগে এমবি চেক করা দরকার। আপনারা যদি বাংলালিংক এর এমবি চেক করতে চান?

তাহলে আপনারা খুব সহজেই তা চেক করতে পারবেন। এজন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে ডায়ালপ্যাডে গিয়ে একটি কোড ডায়াল করতে হবে। আর এই কোডটি হচ্ছে *5000*500#। এই কোডটি ছাড়া ও আপনারা

অন্য আরেকটি কোড ডায়াল করে বাংলালিংক এর এমবি বা মেগাবাইট চেক করতে পারবেন। কোডটি হচ্ছে *124*3#। আপনারা যদি আপনাদের প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য আপনাদের বাংলালিংক সিমে ব্যালেন্স রিচার্জ করে থাকেন

এবং আপনাদের মোবাইলে বা বাংলালিংক সিমে অবশিষ্ট কত পরিমাণ ব্যালেন্স রয়েছে তা চেক করতে চান তাহলে আপনারা কোড ডায়াল করে তা চেক করতে পারবেন। আর এই কোডটি হচ্ছে *124#। কোডটি ছাড়াও আপনারা

আরো সহজভাবে আপনাদের বাংলালিংকের ব্যালেন্স চেক করতে পারবেন। এজন্য আপনাদের মোবাইল ফোনে মাই বাংলালিংক নামে একটা অ্যাপস থাকতে হবে। আর এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

বাংলালিংক এমবি চেক

এই অ্যাপসটিতে প্রবেশ করে আপনাদের বাংলালিংকের ব্যালেন্স আপনারা চেক করতে পারবেন। বাংলালিংক তাদের নিজস্ব গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এমবি অফার দিয়ে থাকে। এতে করে অনেক গ্রাহকরা আকৃষ্ট হন

এবং বাংলালিংকে ইন্টারনেট বা এমবি কিনতে চান। বাংলালিংক বিভিন্ন সেবা থেকে গ্রাহকদেরকে যে সকল ইন্টারনেট বা এমবি অফারগুলো দেয় সেই সকল অফারগুলোতে টাকার পরিমাণ উল্লেখ করা থাকে এবং কোড দেওয়া থাকে।

আপনারা যদি বাংলালিংকে এমবি কিনতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আপনাদের বাংলালিংক সিমে টাকা রিচার্জ করতে হবে। পরবর্তীতে যে অফারটি কিনতে যাচ্ছেন সেই অফারটিতে উল্লেখিত কোডটি ডায়াল করে এমবি কিনতে হবে।

এছাড়া আপনারা চাইলে সরাসরি সিমে টাকা রিচার্জ করেও এমবি কিনতে পারবেন। সেই সাথে মাই বাংলালিংক এর অ্যাপস থেকেও আপনারা খুব সহজেই এমবি কিনতে পারবেন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।