বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [এখানে ক্লিক করে দেখুন]
![বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [এখানে ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631751700.jpg?fit=1000%2C800&quality=100&ssl=1)
আপনারা জেনে খুশি হবেন যে আপনারা মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এছাড়া আপনারা চাইলে বাটন ফোনে একাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনার অনেকেই জানতে চাচ্ছেন। বিকাশ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ দিয়ে আপনি বর্তমানে বাংলাদেশের সবচাইতে বেশি ডিজিটাল পেমেন্ট গুলো করতে পারবেন।
আর বিকাশের জনপ্রিয়তা বর্তমানে অন্যান্য ব্যাংকিং এর তুলনায় অনেক বেশি। বিকাশের স্বত্বাধিকার হচ্ছে ব্র্যাক ব্যাংক । ঘরে বসে আপনি মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার একটি এন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে অথবা আইফোন এর প্রয়োজন হবে।
আপনার অনেকে জানতে চাচ্ছিলেন কিভাবে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলা যায় । তাই আজকে আর্টিকেল এর মাধ্যমে এসকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব । আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।
আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি বিকাশে নিতে পারবেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে । এক্ষেত্রে যার নামে বিকাশ একাউন্ট খুলতে চান , তার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে
এবং তার জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রয়োজন হবে। তবে বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট নিজে তৈরি করতে পারবেন না। পরের সাহায্য নিয়ে বাটন ফোনে একাউন্ট খুলতে হবে । আর তা না হয় অন্যজনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
আপনার আপনজনের মধ্যে যদি কারো এন্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আপনার সেই ফোনে বিকাশ এর অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়।
আপনার হাতে থাকা স্মার্টফোন থাকলে আপনি খুব কম সময়ের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এ কাজটি অত্যন্ত সহজ । আপনার হাতে যদি স্মার্ট ফোন থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে ।
তাহলে আপনারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে সার্চ অপশনে লিখুন বিকাশ । তারপর আপনারা বিকাশের লোগো সম্বলিত একটি অ্যাপ দেখতে পারবেন। সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

এরপর বিকাশের অ্যাপস এ প্রবেশ করতে হবে। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন । একটি লগইন এবং রেজিস্টার নামে অপশন দেখতে পারবেন।
যেহেতু আপনার আগে থেকে বিকাশ একাউন্ট খোলা নেই, সেজন্য আপনাকে রেজিস্ট্রেশন আপনার ক্লিক করতে হবে । সেখানে গিয়ে জাতীয় পরিচয় পত্রের নাম্বার , আপনার নাম যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার সেলফি প্রয়োগ করে বিকাশ একাউন্ট খোলা যেতে পারে।
আপনার অনেকে জানতে চাচ্ছিলেন যে কিভাবে বিকাশ একাউন্ট খোলা যায় জন্ম নিবন্ধন এর সাহায্যে আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব ।
জন্ম নিবন্ধন থাকলে আপনারা অবশ্যই বিকাশ একাউন্ট খুলতে পারবেন । তবে যারা 18 বছরের উপরে তাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে বিকাশ একাউন্ট খুলতে হবে । তবে 18 বছর নিচে যারা জন্ম নিবন্ধন রয়েছে তাদের জন্ম নিবন্ধনের মূলকপি
এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নিকটস্থ বিকাশ এজেন্ট এবং বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনার বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন । তাহলে বন্ধুরা আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম।
![জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [উদাহরণসহ দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631941582.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![[See] একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708054288.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম [ক্লিক করে চেক করে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893183892.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

![বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫ [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482311204.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
