[Check] বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
![[Check] বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645632046942.jpg?fit=1000%2C800&quality=100&ssl=1)
সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আধুনিক যুগে টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে এসেছে আধুনিকতা। ডিজিটাল এর মাধ্যমে মানুষ একে অপরের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে টাকা পাঠাতে পারে
এবং লেনদেন সম্পন্ন করতে পারে । জনপ্রিয় কিছু ডিজিটাল সার্ভিস চালু করা হয়েছে। যেগুলোর মাধ্যমে আপনার খুব কম সময়ের মধ্যে একে অপরের কাছে টাকা পাঠাতে পারবেন। যাকে বলে ডিজিটাল সিস্টেম। বাংলাদেশের বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং চালু হয়েছে।
যার মাধ্যমে আপনারা খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারবেন। আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে জানাব কিভাবে বিকাশ একাউন্ট তৈরি করতে হয় এবং বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে হয় ।
আর তাই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আর্টিকেল কে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম । এ বিষয়ে আজকে এই পোস্ট লেখার চেষ্টা করছি । আপনারা যারা বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান । তারা এই পোস্ট করতে পারেন।
আপনারা কম বেশি সবাই বিকাশ সম্পর্কে জানেন। বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের হচ্ছে লেনদেন করার একটি উপায়। ব্র্যাক ব্যাংকের বিকাশ ব্যবহার করে মানুষ খুব কম সময়ের মধ্যে এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা পাঠাতে পারে ।
এক্ষেত্রে আপনাকে কিছু সার্ভিস চার্জ দিতে হবে । যেমন 1000 টাকা সেন্ড মানি করতে হলে আপনাকে অতিরিক্ত 5 টাকা ব্র্যাক ব্যাংকে জমা দিতে হবে এবং ক্যাশ আউট এর ক্ষেত্রে প্রতি হাজারে টাকা এক্সট্রা চার্জ করা হবে। আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে বিকাশ একাউন্ট নাম্বার কিভাবে পরিবর্তন করবেন।
সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য বিকাশ একাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ড ব্যবহার করেছিলেন। সেই এনআইডি কার্ড নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট এজেন্টের নিকট যোগাযোগ করুন।
হ্যালো বন্ধুরা, আমি আজকে জানাব কিভাবে আপনার বিকাশ একাউন্ট খুলবেন এবং একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় । বর্তমান সময়ে নিরাপত্তার স্বার্থে একটি মাত্র এনআইডি দিয়ে একটি মাত্র বিকাশ একাউন্ট খোলা যায়।
যেমন ধরুন আপনার কোন বিকাশ অ্যাকাউন্ট নেই । আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। পরবর্তীতে আপনি যখন বিকাশ একাউন্ট খুলবেন তখন, সেই একাউন্ট হালনাগাদ করার প্রয়োজন হতে পারে।

এজন্য আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনারা অনেকে জন্ম নিবন্ধন নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছিলেন । এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সকল তথ্য উপস্থাপন করবে।
যারা এন আইডি পাননি অথবা জাতীয় পরিচয় পত্রের নেই। অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম , সে ক্ষেত্রে আপনি কোন ধরনের ন্যাশনাল আইডি কার্ড পাবেন না । জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট খুলতে হলে যেতে হবে বিকাশ এজেন্টের কাছে।
আপনাকে আপনার দুই কপি ছবি জন্ম নিবন্ধন এর ফটোকপি নিয়ে বিকাশ এজেন্টের কাছে যাইতে হবে । তারা আপনাকে বিকাশ একাউন্ট খোলা সহযোগিতা করবেন। তাহলে বন্ধুরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আরও কোন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে যান।
![বিকাশ একাউন্ট চেক করার নিয়ম [এখান থেকে দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645631881496.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [এখানে ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645707948227.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড [এখান থেকে দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893277279.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম [উদাহরণসহ দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646148184991.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![লন্ডন থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় [ক্লিক করে জানুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646482249178.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
