গরুর রক্তের গ্রুপ কি এবং গরুর রক্তের গ্রুপ কতটি
গুরু হচ্ছে একটি গবাদি পশু। আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে গরুর পালন করতে দেখি। অনেকে গরু লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন। অনেকে আবার অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করছেন।
তবে আমাদের দেশে অনেকের কাছ থেকে আমরা গরুর রক্ত বা গরুর রক্তের গ্রুপের কথাটি শুনে থাকি। বিভিন্ন সময় যখন কারো রক্ত বি পজেটিভ হয়ে থাকে তখন তাকে আমরা মজা করে গরুর রক্তের গ্রুপ বলে থাকি বা গরুর রক্ত বলে থাকি।
আসলেই কি গরুর রক্তের গ্রুপ বি পজেটিভ বা গরুর রক্ত এবং মানুষের রক্ত কি একই? যদি বি পজিটিভ না হয় তাহলে গরুর রক্তের গ্রুপ কি? এই প্রশ্নটি অনেকের মনেই থাকে। আর তাই আপনাদের প্রশ্নের উত্তর দিতেই আমরা
এখানে আজকে গরুর রক্তের গ্রুপ কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা এখানে গরুর রক্তের গ্রুপ কতটি এবং গরুর রক্ত কোন গ্রুপ এ বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা এই সকল বিষয়ে জানতে এই পোস্টের বাকি অংশটুকুতে চোখ রাখুন।
রক্তের লোহিত কনিকায় অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিকে রক্তের গ্রুপ বলা হয়ে থাকে। পৃথিবীতে আমরা যে সকল মেরুদন্ডী প্রাণী দেখতে পায় তাদের সকলের রক্ত সাদৃশ্যপূর্ণ। সাধারণত অ্যান্টিজেন এর উপর নির্ভর করে রক্তের গ্রুপিং নির্ধারণ করা হয়ে থাকে।
মানুষের শরীরে ৮ ধরনের রক্তের উপস্থিতি দেখতে পাওয়া যায়। যেমন -এ পজিটিভ, বি পজেটিভ, ও পজেটিভ এবং এই সকল রক্তের গ্রুপের মধ্যে আবার নেগেটিভ রয়েছে। এবি পজিটিভ এবং এবি নেগেটিভ রক্তের গ্রুপও রয়েছে।
অনেকেই মনে করেন যে যাদের শরীরে বি পজেটিভ রক্ত আছে সেগুলো হচ্ছে গরুর রক্ত অনেকেরই ধারণা থাকে যে গরুর রক্ত এবং মানুষের রক্ত একই। কিন্তু আসলে তা নয়। গরুর রক্তের এগারটি প্রধান গ্রুপ রয়েছে।
এগুলোর মধ্যে অধিকাংশ গরুতে অর্থাৎ, ৬০% গরুতে বি পজেটিভ রয়েছে। এছাড়াও গরুর রক্তের গ্রুপের মধ্যে রয়েছে- A, B, C, F, J, L, M, R, S, T, Z। এগুলোর আবার পজেটিভ এবং নেগেটিভ রয়েছে।
অনেকে আছেন যারা জানতে চান যে গরুর রক্তের গ্রুপ কতটি আর এই বিষয়ে জানতে অনেকেই google এ সার্চ দিয়ে থাকেন। তাই আমরা আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। গরুর রক্তের গ্রুপ মানুষের রক্তের গ্রুপ এর চেয়ে অনেক বেশি।
কারণ মানুষের রক্তে শুধু মাত্র 8 টি গ্রুপ রয়েছে। কিন্তু গরু রক্তে রয়েছে 11 টি গ্রুপ। এই গ্রুপের নামগুলো আমরা এই পোস্টের উপরোক্ত অংশে প্রকাশ করেছি। গরুর রক্ত কোন গ্রুপ এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত ভাবে জানতে আগ্রহী থাকেন
তাহলে আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলো দেখতে পারেন। কারণ আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলোতে আমরা গরুর রক্ত কোন গ্রুপের এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি।
গরুর রক্ত ছাড়া আমাদের ওয়েবসাইটে মানুষের রক্তের গ্রুপ নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেছি। এ সকল বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আমাদের অন্যান্য পোস্টগুলোতে চোখ রাখুন।