কম্পিউটারে বাংলা লেখার নিয়ম এবং ল্যাপটপে যুক্তবর্ণ লেখার নিয়ম [এখানে দেখুন]
অধিকাংশ লোকেরা অনলাইনে বিজয় কীবোর্ড এর মাধ্যমে সহজে বাংলা টাইপিং শেখার সহজ উপায় খুঁজে থাকে। সত্যি কথা বলতে এরকম কোনো উপায় নেই।তাই বিজয় কীবোর্ড সফটওয়্যার দিয়ে টাইপিং শিখতে হলে
অবশ্যই আপনাকে ধৈর্য ধরে বার বার অনুশীলন করতে হবে। কেউ যদি আপনাকে শর্টকাট নিয়ম শিখিয়ে দেয়, তবে সেই নিয়ম অনুসরণ করে আপনি পরিপূর্ণ টাইপ শিখতে পারবেন না।
এছাড়া বিকল্প উপায়ে আপনারা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে পারেন। তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বাংলায় টাইপ করতে বলা হয়। সেক্ষেত্রে আপনাকে প্রতি মিনিটে 20 থেকে 25 টি শব্দ লিখতে হবে।
বিজয় 52 কিবোর্ড, অভ্র কিবোর্ড এর মাধ্যমে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলা টাইপিং ভালোভাবে অর্জন করতে হবে। মনে রাখতে হবে যে কোনো কম্পিউটার এক্সপার্ট
আপনাকে প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিয়ে গেল। আপনি যদি অনুশীলন না করেন তাহলে ভালোভাবে টাইপিং করতে পারবেন না। কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে।
এখন আপনি সিলেক্ট করবেন। আপনি কি দিয়ে বাংলা টাইপ করবেন। আপনি অভ্র অথবা বিজয় বায়ান্ন কীবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে পারেন। তবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করা তুলনামূলক একটু কঠিন।
তবে অভ্র কিবোর্ড দিয়ে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করতে পারেন আমি নিজে এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের কম্পিউটারে বাংলা টাইপিং শিখিয়ে দিতে পারবো না।
বরং আমি আপনাদের এমন কিছু সহজ উপায় বা নিয়ম বলবো প্রাকটিস করার জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান যে কিভাবে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারে টাইপ করার
ক্ষেত্রে যুক্তবর্ণ লিখতে গিয়ে আমরা সবচাইতে বেশি ঝামেলা পোহায়। আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে দুই হাতের আঙ্গুলগুলো কে কাজে লাগিয়ে বাংলা যুক্তাক্ষর লিখতে পারেন।
তবে অভ্র কিবোর্ড এর মাধ্যমে বাংলা যুক্তাক্ষর লেখা সবচাইতে সহজ। তবে আপনি যদি চান তাহলে আপনাকে অবশ্যই করতে হবে। এফ বাটন চাপ দিয়ে লিংক তৈরী করে নিতে হবে।
পরবর্তীতে আপনি যে কোন অক্ষর চাপ দিয়ে যুক্তাক্ষর টাইপিং করতে পারবেন। উপরের কম্পিউটার কীবোর্ড এর ছবিতে হাতের আঙ্গুল গুলো যে ভাবে বসানো হয়েছে ঠিক সেই একই ভাবে আপনার হাতের
প্রতিটি আঙ্গুলের কিবোর্ড এ বসাতে হবে।প্রথমে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল space bar তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা আঙ্গুল D অক্ষরের, অনামিকা আঙ্গুল S অক্ষর এবং কনিষ্ঠা আঙ্গুল A অক্ষরের উপর রাখতে হবে
আজকে আমার এই পোষ্টের মাধ্যমে বাংলা টাইপিং করার উপায় আপনাদের সামনে উপস্থাপন করব। আর্টিকেলটি প্রথম থেকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। বাংলা টাইপ করতে হলে অবশ্যই আপনাকে
নিয়মিত চর্চা করতে হবে এবং অনুশীলন করতে হবে আপনি অভ্র কিবোর্ড দিয়ে লিখুন অথবা বিজয় 52 কিবোর্ড দিয়ে লেখুন না কেন। চর্চা না করলে বাংলা টাইপিং এর দক্ষতা অর্জন করতে পারবেন না।
এক্ষেত্রে প্রতিদিন নূন্যতম ৩০ মিনিট বাংলা টাইপিং করুন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বাংলা কীবোর্ড পাওয়া যায়। তাই আপনারা যখন কীবোর্ড কিনবেন তখন
অবশ্যই বিজয় layout একটি কীবোর্ড কিনবেন। আপনাদের সুবিধার জন্য বাংলা কিবোর্ড টাইপ করার জন্য বাংলা টাইপিং শেখার পিডিএফ ফাইল দিয়ে দিলাম। আশা করি কাজে দেবে।