প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে (সংরক্ষিত)

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে (সংরক্ষিত)

আপনি কি কম্পিউটার ব্যবহার করেন? অথবা কম্পিউটার থেকে কপি করা ডাটা কোথায় থাকে সে বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে আছেন। কারণ আমরা আজকে এই পোস্টে আলোচনা করব

কম্পিউটার থেকে কোন ডাটা কপি করার পর সেই ডাটাটি কোথায় সংরক্ষিত হয় অথবা সে ডাটাটি অন্য কোথাও পেস্ট করার আগে বা ফরম্যাট দেওয়ার আগে উক্ত ডাটা ঠিক কোথায় সংরক্ষিত থাকে সে বিষয়ে।  তাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে

এই পোস্টটি সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ুন। তাছাড়া আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন তাহলে রেম এবং রম সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। বর্তমান সময়ে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে।

তথ্যপ্রযুক্তি ছাড়া আমাদের বর্তমান সময় অনেকটা অচল বলা যায়। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। আমাদের সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত

প্রত্যেকটা কাজের সাথে বর্তমানে আমাদের তথ্য ও প্রযুক্তি জড়িয়ে রয়েছে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি অথবা কম্পিউটারের প্রোগ্রাম করে থাকি, তারা অনেক সময় কোন প্রোগ্রাম বা কোন ফাইল একই স্থান

থেকে কপি করে অন্য স্থানে পেস্ট বা ফরম্যাট করে থাকে। উক্ত কাজটি নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অনেক সময় মনের মধ্যে প্রশ্ন জাগে যে, আমরা যে ফাইলটি বা প্রোগ্রামটি কপি করে সেটি অন্য কোথাও পেস্ট করার আগে

পর্যন্ত উক্ত ফাইলটি কোথায় সংরক্ষিত থাকে। এই প্রশ্নটি যদি আপনার মনে হয়ে থাকে তাহলে এই পোস্ট  আপনার জন্যই। কারণ এই পোস্টে আমরা এই আনসার টা নিয়ে আলোচনা করব। আমরা যখন কোন প্রোগ্রাম কপি করি

তখন উক্ত ফাইল বা প্রোগ্রামটি কম্পিউটারের র‍্যাম এ সংরক্ষিত হয়ে থাকে। আমরা জানি আমাদের কম্পিউটারের একটি স্থায়ী মেমোরি এবং একটি মেমোরি থাকে। আমাদের কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রম এবং অস্থায়ী মেমোরি হচ্ছে র‍্যাম।

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে

যখন কোন কিছু কপি করি বা বেশ কয়েকটি অ্যাপ বা সফটওয়্যার ওপেন করি তখন সেগুলো রেম এ অবস্থান করে।  আমাদের কম্পিউটার অথবা মোবাইলের ক্ষেত্রে একই বিষয়ে প্রযোজ্য। মাবাইলেও রেম থাকে।

যতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটার বা মোবাইল বন্ধ না করি ততক্ষণ পর্যন্ত উক্ত ফাইলগুলো র‍্যাম এ সংরক্ষিত থাকে। আমাদের কম্পিউটার বন্ধ করার সাথে সাথে উক্ত ফাইলগুলো র্যাম থেকে মুছে যায়। প্রোগ্রাম থেকে কপি করা ডাটায কোথায় সমৃদ্ধ থাকে

সে বিষয়ে উপরে আলোচনা করা হয়েছে। আপনি যদি র্যাম এবং রম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন। আমাদের ওয়েবসাইটে টেক নিউজ সম্পর্কে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

কম্পিউটার ডাটা রম এ সংরক্ষিত থাকে। রম বলতে স্থায়ী যে মেমোরি বা হার্ডডিস্ক ব্যবহার করা হয়ে থাকে সেখানে কম্পিউটারের ডাটা সংরক্ষিত থাকে। কম্পিউটার বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের সর্বদা চোখ রাখুন।

Bangla Master

Bangla Master ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্য আপনি জানতে পারবেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত দেয়া হয়।
Bangla Master