ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম ২০২৫ (বিকাশ দিয়ে পেজ প্রমোট)

আমরা সকলেই কমবেশি ফেসবুক ব্যবহার করে থাকি। আর ফেসবুকের একটি মজার অংশ হচ্ছে ফেসবুক পেজ, সবাই চায় তার একটা জনপ্রিয় ফেসবুক পেজ থাকুক। তাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব,
সেটি হচ্ছে ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম। এখানে প্রমোট সম্পর্কিত সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হবে যা থেকে আপনি সহজেই ধারণা লাভ করতে পারবেন।
প্রথমে আমরা জেনে নেই প্রমোট জিনিসটা কি। অনেকেই এটাকে অটো লাইক মনে করেন আসলে এমনটা না, প্রমোট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়ম তান্ত্রিক পন্থা। প্রমোট দিলে আপনার পেজটি মানুষের হোমপেজে পৌঁছাবে
এবং তারা এতে লাইক দিবে। ফেসবুক পেজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়, পৃথিবীতে যত বড় বড় পেজ আছে সবগুলোই এই পন্থায় বড় করা হয়।
ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম আপনারা অনেকেই জানেন না, আপনি যদি ফেসবুক পেজ প্রমোট করতে চান তাহলে অবশ্যই আপনার একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে।
যেটা দিয়ে আপনি ডলারের মাধ্যমে প্রমাণ বিজ্ঞাপন দিতে পারবেন ফেসবুকের কাছে, ফেসবুক আপনার কাছ থেকে ডলার কাটাবে আপনার বিজ্ঞাপনটি মানুষের কাছে পৌঁছে যাবে।
ফেসবুকে বিজ্ঞাপন দিতে কমপক্ষে দৈনিক এক ডলার খরচ করতে হবে। ডলারের রেট অনুযায়ী টাকার পরিমান নির্ধারণ হয় ডলারের রেট সাধারণত ৮০ টাকার উপরে থাকে। আপনার ব্যবসার ধরন বুঝে বাজে ঠিক করুন বাজেট কম হলে
প্রথম অবস্থায় সর্বনিম্ন এক ডলার খরচ করে বাজার যাচাই করতে পারে, তবে বাংলাদেশে এখনো ফেসবুক বুষ্টিং এর খরচ অনেক কম। আপনি যে লেভেলের ব্যবসায়ী হন না কেন দেশে অনেক কম টাকায়
বিজ্ঞাপন দেওয়া যায় ২০০ টাকা ড্রেস থেকে শুরু করে এক কোটি টাকার যন্ত্রপাতি সব ব্যবসাতেই ফেসবুকের বিজ্ঞাপন খরচ কম। ফেসবুকে পণ্যের এড দিয়ে অনেকেই ব্যবসার প্রসার ঘটাতে চায়
এখন সামাজিক যোগাযোগের মাধ্যম বিজ্ঞাপন বা এডের জন্য উপযুক্ত স্থান। কিন্তু বেশিরভাগ লোকেরই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই তাই ইচ্ছা থাকলেও তাদের জন্য ফেসবুকে এড দেওয়া সম্ভব হয় না,
কিন্তু আপনি চাইলে বিকাশ দিয়ে ফেসবুকে এড দিতে পারবেন। বিকাশের মাধ্যমে ওয়েবসাইট বুস্ট করতে পারবেন। ওয়েবসাইট বুস্ট করে সাইডে ভিজিটর আনতে পারবেন, ফেসবুক পোস্ট করতে পারবেন,
ফেসবুক পেজ প্রমোট করে পেজের লাইক বাড়াতে পারবেন, অর্থাৎ যাবতীয় ফেসবুক এড দিতে পারবেন যেকোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড লাগবে না। আপনার ফেসবুকের লাইক বাড়লে পণ্যের বেচাকেনা বেশি হবে ওয়েবসাইট হলে ভিজিটর বাড়বে।
আপনি যদি আপনার নির্দিষ্ট কোন পোস্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সে ক্ষেত্রে আপনি বুষ্ট দিবেন, আর যদি আপনার পেজকে জনপ্রিয় করতে চান তাহলে প্রমোট দেবেন,
তবে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে যাবে। পেজ প্রমোট দিতে হলে মাস্টার কার্ডের প্রয়োজন হয়, সেই কার্ডটিতে ডলার রিচার্জ করে প্রমোট
বা বুস্ট দিতে হয় ১ ডলার=৮২ বা ৮৪ টাকা আপনি যত বেশি টাকার প্রমর দেবেন তত বেশি লাইক আসবে এটার কোন শেষ নেই। কোটি কোটি টাকার প্রমোট দিলেও এটি শেষ হবে না তবে ১ ডলারেরও দেওয়া যায় এটি।

![নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় [ক্লিক করে মোবাইল নম্বর জানার উপায় দেখে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/04/1649227029364.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম [অনলাইনে বাতিলের আবেদন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/sdasd.jpeg?resize=725%2C400&quality=100&ssl=1)


