মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত এবং নামাজ পড়ার নিয়ম দেখুন
ইসলাম শান্তির ধর্ম। পাঁচটি ভিত্তির ওপর ইসলাম প্রতিষ্ঠিত। এগুলো হলো কালেমা, নামাজ, রোজা, হজ্ব ও যাকাত। এরমধ্যে নামাজ মুসলমানদের জন্য ফরজ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। নামাজ ব্যতীত কোন মুসলিমের দীন পূর্ণতা পায় না।
খুটি ছাড়া যেমন ঘর তৈরি করা যায় না তেমনি নামাজ ছাড়া ঈমান তৈরি করা যায় না। নামাজের মাধ্যমে মনে অন্যরকম শান্তি পাওয়া যায়। নিজের মনের যত কথা সব নামাজের মোনাজাতের মাধ্যমে আল্লাহকে বলা যায়।
সকল সমস্যার সমাধান পাওয়া যায় নামাজের মাধ্যমে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মাগরিবের নামাজ পড়ার নিয়ম জানেননা। আজকের পোস্টে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আশা করি আপনারা উপকৃত হবেন। যে কোন কাজ শুরু করার আগে নিয়ত করা প্রয়োজন। নিয়ত ব্যতীত কোন কাজ করলে সে কাজে সফলতা পাওয়া যায় না। কোথায় আছে নিয়তের উপর বরকত।
নামাজ শুরুর আগেও নিয়ত করতে হয়। অনেকে মাগরিবের 3 রাকাত ফরজের নিয়ত জানেনা। আজকের পোস্টে তা নিয়ে আলোচনা করা হয়েছে। মাগরিবের তিন রাকাত ফরজের নিয়ত আরবি-
নাওয়াইতুয়ান উসালিল্লাহি তা’আলা সালাসা রাক’আতাই সালাতিল মাগরিবে ফারযিল্লাহি তালা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
মাগরিবের তিন রাকাত ফরজের নিয়ত বাংলা- আমি কেবলামুখী হয়ে আল্লাহর নামে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম আল্লাহু আকবর।
উপরের যেকোনো একটি নিয়ত পাঠ করে নামাজ আদায় করলেই হবে। নিয়ত বাংলা অথবা আরবি যে কোনো একভাবে করা যায়। যেভাবে পাঠ করা হোক না কেন আল্লাহ তাআলা তা বুঝতে পারেন।
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা এবং অন্য যে কোন একটি সূরা পড়তে হয়।
এরপর আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আজিম পড়তে হবে। অতঃপর সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সেজদা দিতে হবে। এরপর সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা পড়তে হবে।
এরপর আল্লাহু আকবার বলে পুনরায় সেজদা দিতে হবে। এভাবে দ্বিতীয় রাকাত আদায় করতে হবে। তবে তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য কোন সূরা মিলাতে হবে না। এছাড়াও সিজদা দেওয়ার পর তাশাহুদ, দুরুদে ইব্রাহীম
এবং দোয়া মাসুরা পাঠ করতে হবে। সবশেষে সালাম ফিরিয়ে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। প্রতিটি নামাজের নির্দিষ্ট নিয়ম কানুন আছে। অনেকে মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ পড়তে পারে না।
নামাজের শুরুতে সর্বপ্রথম নিয়ত করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে বুকে হাত দিয়ে ছানা পাঠ করতে হবে। এরপর সূরা ফাতিহা এবং যে কোন একটি সূরা পড়তে হবে। অতঃপর সুবহানা রব্বিয়াল আযীম বলতে হবে।
সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সেজদায় যেতে হবে। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করতে হবে। এভাবে দুইবার সেজদা দিতে হবে। দুই সেজদার মাঝে আল্লাহু আকবার বলতে হবে।
এভাবে দ্বিতীয় রাকাত আদায় করতে হবে। তবে দ্বিতীয় রাকাতে সিজদা দেওয়ার পর তাশাহুদ, দুরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়তে হবে। সবশেষে সালাম ফিরিয়ে মোনাজাত ধরতে হবে।